Chandigarh Kare Aashiqui Update: আগামীকাল মুক্তি পাচ্ছে 'চণ্ডীগড় করে আশিকী' ছবির ট্রেলার, পোস্ট আয়ুষ্মান খুরানার
Chandigarh Kare Aashiqui: ছবির ট্রেলার মুক্তির কথা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে জানান অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁর পোস্টে ছবির জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন একাধিক টিনসেল তারকা।
মুম্বই: ৮ নভেম্বর ট্রেলার মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) ও বাণী কপূর (Vaani Kapoor) অভিনীত ছবি 'চণ্ডীগড় করে আশিকী' (Chandigarh Kare Aashiqui)-র। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেতা স্বয়ং। একইসঙ্গে জানান, অভিষেক কপূর পরিচালিত ছবিটি ১০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
ছবির একটি মোশন টিজার পোস্ট করে অভিনেতা লেখেন, 'এই আশিকী খানিক আলাদা।' তাঁর পোস্টে ছবির জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন একাধিক টিনসেল তারকা।
View this post on Instagram
গতকালই অভিনেতা 'ডক্টর জি' সিনেমার একটি ছবিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন ছবিটি ২০২২ সালের ১৭ জুন মুক্তি পাবে। এই ছবিতে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা, রকুলপ্রীত সিংহ, সেফালি শাহ।
'ডক্টর জি' অভিনেতা আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন 'শুভ জন্মদিন শাহ স্যার। আপনি ও আপনার পরিবার সুখে থাকুন।' সঙ্গে শাহরুখ খানের একটি বিখ্যাত গানের লাইনও লেখেন তিনি। 'নিকলি হ্যায় দিল সে ইয়ে দুয়া'...
বলিউডে নিজের পায়ের তলার মাটিটাকে শক্তপোক্ত করে ফেলেছেন আয়ুষ্মান খুরানা। রোম্যান্টিক থেকে থ্রিলার, একইসঙ্গে ভিন্ন ধারার ছবিতে অভিনয় করে দর্শকদের কাছে দিন দিন আরও অপরিহার্য হয়ে উঠছেন। কখনও 'বরেলি কি বরফি', কখনও 'শুভ মঙ্গল সাবধান'। আবার কখনও 'অন্ধাধুন' তো কখনও 'বালা'-র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন বেশ কিছু বছর ধরে। শুধু তাই নয়, ২০১৮ সালে অভিনয় দক্ষতা দিয়েই জিতে নিয়েছেন জাতীয় পুরস্কারও। সম্প্রতি 'ভিকি ডোনর' অভিনেতা ঘোষণা করেন, তাঁকে আগামী ছবিতে দেখা যেতে চলেছে 'অ্যাকশন' ঘরানায়। এতদিনের চকোলেট বয় ইমেজ ছেড়ে এবার তিনি ভিলেনের সঙ্গে লড়াইয়ে ময়দানে নামবেন বলেও জানান।
আরও পড়ুন: Happy Birthday Shah Rukh Khan: 'বাদশা'-র জন্মদিনে শুভেচ্ছাবার্তা আয়ুষ্মান খুরানা, সিমি গারেওয়ালের