Happy Birthday Shah Rukh Khan: 'বাদশা'-র জন্মদিনে শুভেচ্ছাবার্তা আয়ুষ্মান খুরানা, সিমি গারেওয়ালের
Happy Birthday Shah Rukh Khan: প্রত্যেক বছরের মতো এবারেও শাহরুখ খানের জন্মদিনের আগে গোটা 'মন্নত' সেজে উঠেছে আলোয়। তাঁর অনুরাগীদের কাছে এই দিনটি উৎসবের থেকে কম কিছু নয়। শুভেচ্ছা জানালেন বলি তারকারাও।
মুম্বই: ২ নভেম্বর ৫৬ বছর পূর্ণ করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া ভরে ওঠে কিং খানকে জানানো শুভেচ্ছাবার্তায় তাঁর অনুরাগী থেকে শুরু করে বন্ধুরা, বলিউডের অন্যান্য তারকা সকলেই সোশ্যাল মিডিয়া পোস্ট শুরু করেন। শাহরুখ খানের বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানান অভিনেতা আয়ুষ্মান খুরানা, ম্রুণাল ঠাকুর। শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সিমি গারেওয়ালও।
'ডক্টর জি' অভিনেতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন 'শুভ জন্মদিন শাহ স্যার। আপনি ও আপনার পরিবার সুখে থাকুন।' সঙ্গে শাহরুখ খানের একটি বিখ্যাত গানের লাইনও লেখেন তিনি। 'নিকলি হ্যায় দিল সে ইয়ে দুয়া'...
অভিনেত্রী ম্রুণাল ঠাকুরও কিং খানের সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি বার্থডে এসআরকে'।
শাহরুখ খানকে 'শাহ অফ এন্টারটেনমেন্ট' বলে সম্বোধন করেছেন অভিনেতা রাহুল দেব। ট্যুইট করে লিখেছেন, 'মনোরঞ্জনের 'শাহ' শাহরুখ খানকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।'
Here's wishing the 'Shah' of entertainment, @iamsrk a very happy, healthy and blessed birthday... #HappyBirthdaySRK #ShahRukhKhan
— Rahul Dev (@RahulDevRising) November 1, 2021
ইনস্টাগ্রাম ও ট্যুইটারে পোস্ট করেছেন অভিনেত্রী সিমি গারেওয়াল। তিনি লেখেন, 'শুভ জন্মদিন প্রিয় শাহরুখ খান।' কঠিন সময় এবং সাফল্য এত সহজে সামলেছেন শাহরুখ, তা সত্যিই উদাহরণ। মত সিমির।
আরও পড়ুন: Happy Birthday Shah Rukh Khan: জন্মদিনে ফিরে দেখা কিং খানের সেরা কিছু ছবি
View this post on Instagram
View this post on Instagram
প্রত্যেক বছরের মতো এবারেও শাহরুখ খানের জন্মদিনের আগে গোটা 'মন্নত' সেজে উঠেছে আলোয়। তাঁর অনুরাগীদের কাছে এই দিনটি উৎসবের থেকে কম কিছু নয়।
আরও পড়ুন: Happy Birthday Shah Rukh Khan: এক ঝলকে শাহরুখ খানের ব্লকবাস্টার হিট ছবির তালিকা