এক্সপ্লোর
Advertisement
২০০০ পিপিই কিট দিয়েছেন, ধন্যবাদ ছত্তিশগড়ের মন্ত্রীর, আমরা সকলেই যার যতটুকু সাধ্য, সেই অনুসারে চেষ্টা করে যাচ্ছি, ট্যুইট শাহরুখের
‘রঈস’ অভিনেতা ইতিমধ্যেই করোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে ডোনেশন দিয়েছেন, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লির মতো রাজ্যকে আর্থিক সাহায্যও করেছেন।
মুম্বই: কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলার লড়াইয়ে শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শাহরুখ খান। মুম্বইয়ে নিজের অফিস ছেড়ে দিয়েছেন বৃহন্মুম্বই পুরসভাকে (বিএমসি) যাতে করোনা মোকাবিলায় সামনের সারির ডাক্তার, কর্মীদের কাজের সুবিধা হয়। সম্প্রতি ছত্তিশগড়ে তিনি ২০০০ পিপিই কিট পাঠিয়েছেন যা কোভিড আক্রান্তদের চিকিত্সায় নিযুক্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের কাজে লাগে। সেগুলি দিয়েছে তাঁর এনজিও মীর ফাউন্ডেশন।
Sir, We all are trying in whatever capacity we can to help our brothers and sisters to overcome these hard times. Wishing you the best with these endeavors too. https://t.co/pZT3kv7yle
— Shah Rukh Khan (@iamsrk) October 22, 2020
শাহরুখের এই অবদান স্বীকার করে তাঁকে ট্যুইটে ধন্যবাদ দিয়েছেন রাজ্যের মন্ত্রী টি এস সিংহ দেও। কিং খানের উদ্দেশে তিনি লিখেছেন, শাহরুখ ও মীর ফাউন্ডেশনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের প্রথম সারির কোভিড যোদ্ধাদের জীবন রক্ষায় পিপিই সামগ্রীর বন্দোবস্ত করায়। ধন্যবাদ। আপনার এই উদারতা, মহান দান আরও অনেককে আমাদের হিরো স্বাস্থ্যকর্মীদের রক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রেরণা দেবে।
সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৈরি ‘ডন’ অভিনেতাও ট্যুইটে মন্ত্রীর ধন্যবাদের জবাবে লিখেছেন, স্যার। এই কঠিন সময় পেরতে আমাদের ভাই, বোনেদের সাহায্য করায় আমরা সকলেই যার যতটুকু সাধ্য, সেই অনুসারে চেষ্টা করে যাচ্ছি। এই প্রয়াসেও আপনাদের সেরা সাফল্য কামনা করি।
‘রঈস’ অভিনেতা ইতিমধ্যেই করোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে ডোনেশন দিয়েছেন, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লির মতো রাজ্যকে আর্থিক সাহায্যও করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement