এক্সপ্লোর
Remo D’Souza: আচমকা হৃদরোগে আক্রান্ত কোরিওগ্রাফার রেমো ডিসুজা, অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভর্তি আইসিইউতে
রেমোর বন্ধু মহেশ কুকরেজা এখন তিনি ভাল আছেন বলে জানিয়েছেন।
![Remo D’Souza: আচমকা হৃদরোগে আক্রান্ত কোরিওগ্রাফার রেমো ডিসুজা, অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভর্তি আইসিইউতে Choreographer Remo DSouza Suffers Heart Attack, Admitted to the ICU Remo D’Souza: আচমকা হৃদরোগে আক্রান্ত কোরিওগ্রাফার রেমো ডিসুজা, অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভর্তি আইসিইউতে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/11182355/remo.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: আকস্মিক হৃদরোগে আক্রান্ত নামী বলিউডি কোরিওগ্রাফার, ডিরেক্টের রেমো ডিসুজা। আজ অপরাহ্নে হঠাত্ অসুস্থ হন তিনি। তাঁকে সঙ্গে সঙ্গে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তিনি আইসিইউতে আছেন। তাঁর সঙ্গে হাসপাতালে যান স্ত্রী লিজেলে। রেমোর বন্ধু মহেশ কুকরেজা অবশ্য হার্ট সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে শুক্রবার সকালে রেমোকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন। তিনি বলেছেন, কিছু ব্লকেজজনিত সমস্যা হওয়ায় ডাক্তাররা অ্যাঞ্জিওপ্লাস্টি করেন। এখন তিনি ভাল আছেন বলে জানাচ্ছেন তাঁরা। আমরা এখানে রয়েছি। ও আমার পারিবারিক বন্ধু। আমরা আশ্বস্ত করছি, উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সব নিয়ন্ত্রণেই আছে। তবে তাঁর স্ত্রী লিজেলে ভক্তদের উদ্দেশে আবেদন করেছেন, ওর জন্য় প্রার্থনা করুন। পরের ২৪ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিন অসুস্থ হওয়ার আগেই ইনস্টাগ্রামে নিজের একটি মিউজিক ভিডিওর একটি পোস্টার শেয়ার করেন রেমো। ভিডিওর শিরোনাম দিল না তোড়ুঙ্গা। সিদ্ধার্থ গুপ্তা, করিশ্মা শর্মা আছেন তাতে। ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে রেমো লেখেন, কিছু হৃদয় নীরবেই পরস্পরকে অনুভব করে, কিছু আবার নীরবে একে অপরকে আঘাত করে ভেঙে দেয়। কিন্তু কখনও কখনও সব প্রেমই তোমায় দিয়ে শপথ করিয়ে নেয় #dilnatodunga. #dilnatodunga।
রেমো শেষবার পরিচালনা করেছিলেন ডান্স নির্ভর ছবি স্ট্রিট ড্যান্সার থ্রিডি। ছবিতে অভিনয় করেন শ্রদ্ধা কপূর, বরুণ ধবন। ইদানীং কয়েকটি রিয়েলিটি শো-তেও ছিলেন তিনি অতিথি হিসাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)