Kapil-Sunil Reunion: ৬ বছরের দীর্ঘ 'শত্রুতা'র অবসান, ফের একসঙ্গে এক মঞ্চে আসছেন কপিল শর্মা ও সুনীল গ্রোভার
Kapil Sharma and Sunil Grover Reunion: ২০১৮ সালে অস্ট্রেলিয়া থেকে মুম্বই আসার পথে বিমানে তাঁদের মধ্যে প্রবল ঝামেলার সূত্রপাত। অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠান সেরে ফিরছিলেন তাঁরা। তারপর?
নয়াদিল্লি: ৬ বছর পর জোড়া লাগল ভাঙা সম্পর্ক। নেটফ্লিক্সের (Netflix) একটি শোয়ের জন্য হাত মেলালেন দুই তারকা কৌতুকশিল্পী (Star Comedians) কপিল শর্মা (Kapil Sharma) ও সুনীল গ্রোভার (Sunil Grover)। দীর্ঘ ঝগড়ার অবসান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁদের একসঙ্গে প্রোমো।
ফের একসঙ্গে এক মঞ্চে দেখা যাবে কপিল-সুনীলকে
নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি প্রোমো এদিন পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'বহুদিন ধরে যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন সকলে, সেই সময় এসে গিয়েছে। কপিল শর্মা ও সুনীল গ্রোভার ফিরছেন একসঙ্গে, খুব শীঘ্রই, শুধুমাত্র নেটফ্লিক্সে!'
ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে কপিল ও সুনীল দু'জনেই একের পর এক বলছেন, 'আমি আসছি নেটফ্লিক্সে'। তারপর তাঁদের বলতে শোনা যায়, 'তাহলে একসঙ্গেই যাওয়া যাক'। কপিল শর্মাকে বলতে শোনা যায়, 'আমরা ১৯০টি দেশে আসতে চলেছি।' তার মাঝেই সুনীল বলে ওঠেন, 'অস্ট্রেলিয়া যেতে হবে না'। কিন্তু কপিল বলেন যে সেখানেও দর্শক অপেক্ষায় আছেন, তার উত্তর সুনীল বলেন, 'তাহলে আকাশপথে না, স্থলপথে যাব।' এরপর প্রোমোয় একে একে 'দ্য কপিল শর্মা শো'-এর বাকি সদস্যদেরও আসতে দেখা যায়, যাঁদের মধ্যে অর্চন পূরণ সিংহও ছিলেন।
View this post on Instagram
সুনীল গ্রোভার, কপিল শর্মা সঞ্চালিত অনুষ্ঠানে গুটঠি ও ডাক্তার মশুর গুলাটির চরিত্রে অভিনয় করতেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়া থেকে মুম্বই আসার পথে বিমানে তাঁদের মধ্যে প্রবল ঝামেলার সূত্রপাত। অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠান সেরে ফিরছিলেন তাঁরা। যদিও ফ্লাইটে আসলে কী হয়েছিল সেই নিয়ে তাঁদের কেউই প্রকাশ্যে কিছুই বলেননি কখনও। এই বছর এপ্রিল মাসে সুনীল গ্রোভার বলেন যে অদূর ভবিষ্যতে কপিল শর্মার সঙ্গে তাঁর কাজ করার কোনও পরিকল্পনা নেই।
এক জাতীয় বিনোদন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল বলেন, 'এখন তো এমন কোনও পরিকল্পনা নেই... বা ওঁকে জিজ্ঞেস করে নিন আপনারা। আমিও এখন ব্যস্ত এবং যা কাজ করছি তা বেশ উপভোগ করছি। ও নিজেও ব্যস্ত এবং ভাল কাজ করছে। আমিও ভাল কাজ করছি। আমি ইতিমধ্যেই নিজের নন-ফিকশন কাজের পর্যায় উপভোগ করে ফেলেছি ও এখন ফিকশন কাজ বেশ পছন্দ করছি, পারফর্মার হিসেবে নতুন অভিজ্ঞতা হচ্ছে। মজা পাচ্ছি। এমন কোনও পরিকল্পনা নেই তাই।'
কপিল শর্মা সঞ্চালিত 'দ্য কপিল শর্মা শো' দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয় হয়ে ওঠে ২০১৬ সালে সোনিতে প্রিমিয়ার হওয়ার পর থেকেই। শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার, অজয় দেবগণ-সহ ভারতীয় সিনেমার একাধিক তাবড় তারকা তাঁর অনুষ্ঠানে নিয়মিত হাজির হন নিজেদের কাজের প্রচারের জন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।