এক্সপ্লোর
Advertisement
করোনার জের, স্থগিত কান চলচ্চিত্র উৎসব
শেষ পর্যন্ত পিছিয়েই গেল বিশ্বের অন্যতম জনপ্রিয়, অভিজাত, ঐতিহ্যমণ্ডিত চলচ্চিত্র উৎসব। ১২ থেকে ২৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উৎসবের। এবছর কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৩ বছর।
নয়াদিল্লি: ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী চলচ্চিত্রের আসর। করোনভাইসারের প্রাদুর্ভাবে কী হবে কান চলচ্চিত্র উৎসবের ভবিষ্যৎ? এই নিয়ে জল্পনা ছিলই। শেষ পর্যন্ত পিছিয়েই গেল বিশ্বের অন্যতম জনপ্রিয়, অভিজাত, ঐতিহ্যমণ্ডিত চলচ্চিত্র উৎসব। ১২ থেকে ২৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উৎসবের। এবছর কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৩ বছর।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা বিশ্বেই নানা অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হচ্ছে। বন্ধ রাখা হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া কর্মসূচিগুলিও। এই পরিস্থিতিতে চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়ে দিল, নির্ধারিত সময়ে এ বছরের অনুষ্ঠান হচ্ছে না। এই উৎসবকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী একত্রিত হন ফরাসি শহর কানে। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে ফ্রান্সের বিভিন্ন শহরে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে কোনও আন্তর্জাতিক জমায়েত আয়োজন করা কার্যত অসম্ভব, যেখানে করোনা-প্রতিরোধে সোশ্যাল ডিসট্যান্সিং-ই প্রাথমিক শর্ত। পরিস্থিতি বিচার করে উৎসবের নতুন দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সূত্রের খবর, জুনের শেষ বা জুলাইয়ের প্রথম দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে, হবে উৎসবের আয়োজন। উৎসব কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, ‘বিশ্ব জুড়ে এই বিপদের সময়, কোভিড-১৯-এর শিকার সব মানুষদের ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা। যাঁরা এই ভাইরাস রুখতে দিনরাত লড়ছেন, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। পরিস্থিতি বিচার করে নির্ধারিত সময় এ বার কান চলচ্চিত্র উৎসব হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ সাউথওয়েস্ট এবং ত্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালও বাতিল করা হয়েছে।Due to the health crisis and the development of the French and international situation, the Festival de Cannes will no longer be able to take place on the dates planned, from May 12 to 23. More info #Cannes2020 ???? https://t.co/peLmfw0gQW pic.twitter.com/SVWPasvU23
— Festival de Cannes (@Festival_Cannes) March 19, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement