এক্সপ্লোর
বিমানবন্দরে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়নি, কোনও পার্টিরও আয়োজন করিনি, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি কণিকা কপূরের
করোনাভাইরাসকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের জবাব দিলেন বলিউডের গায়িকা কণিকা কপূর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের বক্তব্য পেশ করেছেন তিনি। এই পোস্টের মাধ্যমে নিজের পক্ষ থেকে পুরো ঘটনাক্রম বোঝানোর চেষ্টা করেছেন তিনি। নিজের পক্ষে সওয়াল করে বিবৃতি জারি করেছেন তিনি।
![বিমানবন্দরে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়নি, কোনও পার্টিরও আয়োজন করিনি, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি কণিকা কপূরের Coronavirus Survivor Kanika Kapoor Issues A New Statement Over Accusations Of Not Following Quarantine Rules বিমানবন্দরে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়নি, কোনও পার্টিরও আয়োজন করিনি, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি কণিকা কপূরের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/26233445/kanika.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: করোনাভাইরাসকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের জবাব দিলেন বলিউডের গায়িকা কণিকা কপূর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের বক্তব্য পেশ করেছেন তিনি। এই পোস্টের মাধ্যমে নিজের পক্ষ থেকে পুরো ঘটনাক্রম বোঝানোর চেষ্টা করেছেন তিনি। নিজের পক্ষে সওয়াল করে বিবৃতি জারি করেছেন তিনি।
বিবৃতিতে কণিকার সাফাই, আমি যখন লন্ডন থেকে মুম্বইতে এসেছিলাম, তখন কোয়ারেন্টিনে থাকার কোনও নির্দেশ আমাকে দেওয়া হয়নি। এরপর মুম্বই থেকে যখন লখনউতে আসি, তখনও আমার করোনার কোনও লক্ষ্মণই ছিল না।
বলিউডের বেবি ডল সিঙ্গারের দাবি, তাঁর কোনও শারীরিক অসুস্থতা ছিল না। সেজন্য তিনি কয়েকটি অনুষ্ঠানে গিয়েছিলেন। নিজে থেকে কোনও অনুষ্ঠানের আয়োজনও তিনি করেননি বলে দাবি করেছেন কণিকা। গত ১৭ মার্চ তাঁর কিছু সমস্যা দেখা দেওয়ায় তিনি নিজে থেকেই টেস্ট করাতে বলেন। টেস্টের ফল পজিটিভ আসে। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন।
কনিকা লিখেছেন, কিছু তথ্য আপনাদের জানাতে চাই। আমি এখন লখনউতে মা-বাবার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছি। ইংল্যান্ড, মুম্বই বা লখনউতে যাঁজের সংস্পর্শে এসেছি, তাঁদের কারুরই করোনার কোনও লক্ষ্মণ নেই। এমনকি, তাঁদের সবার টেস্ট নেগেটিভ এসেছে। আমি ১০ মার্চ ইংল্যান্ড থেকে মুম্বই রওনা দিই এবং আন্তর্জাতিক বিমানবন্দরে আমার নির্ধারিত নিয়ম মেনেই পরীক্ষা করা হয়েছিল। ওই দিন আমাকে কোনও পরামর্শ দেওয়া হয়নি। ১৪ ও ১৫ মার্চ আমি এক বন্ধুর সঙ্গে মধ্যাহ্নভোজ ও নৈশভোজ করেছিলাম। আমি কোনও পার্টির আয়োজন করিনি। আমি সম্পূর্ণ স্বাভাবিক ছিলাম। ১৭ ও ১৮ মার্চ আমার মধ্যে করোনার লক্ষ্মণ দেখা দেয়। তাই আমি নিজে থেকেই পরীক্ষার অনুরোধ করি। ১৯ মার্চ আমার পরীক্ষা হয় এবং ২০ মার্চ যখন জানতে পারি যে, আমি কোভিড-১৯ আক্রান্ত তখন হাসপাতালে ভর্তি হওয়াই উচিত মনে করি। তিনটি টেস্ট নেগেটিভ হওয়ার পর আমাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তখন থেকে ২১ দিন আমি বাড়িতেই রয়েছি। আমি চিকিত্সক ও নার্সদের ধন্যবাদ দিতে চাই। তাঁরা অত্যন্ত যত্নের সঙ্গে আমার চিকিত্সা করেছেন। আমার আশা, প্রত্যেকেই সততা ও সংবেদনশীলতার সঙ্গে এই বিষয়টির মোকাবিলা করতে পারবেন। কোনও ব্যক্তি সম্পর্কে নেতিবাচক ধারণা বাস্তবটা বদলে দিতে পারে না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)