(Source: ECI/ABP News/ABP Majha)
Gadar 2: কবে মুক্তি পাচ্ছে 'গদর ২'-এর টিজার? প্রকাশ্য়ে তারিখ
Gadar 2: 'গদর ২' নিয়ে ইতিমধ্য়েই দর্শকের মধ্য়ে শুরু হয়েছে উন্মাদনা।
কলকাতা: ২০০১ সালে মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি 'গদর এক প্রেম কথা।' আর এবার আসতে চলেছে 'গদর ২।' আগামী ১১ আগস্ট সারা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সানি দেওল এবং আমিশা পাটেলের (Sunny Deol and Ameesha Patel) ছবি। এবার এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। শোনাযাচ্ছে আগামীকাল অর্থাৎ সোমবারই মুক্তি পাবে এই ছবির টিজার। সূত্রের খবর অনুযায়ী দুপুর ১২টায় প্রকাশ্য়ে আসবে টিজার।
ফ্রেমে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন
'গদর ২' ছবিতে ১৯৫৪ থেকে ১৯৭১ সালের টাইমলাইন তুলে ধরা হয়েছে এই ছবিতে। বলাইবাহুল্য এই ছবি দেখা অপেক্ষায় 'গদর এক প্রেম কথা'-র ভক্তরা। বছরটা ২০০১। মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকব্লাস্টার ছবি 'গদর এক প্রেম কথা।' আর এবার আসছে 'গদর ২।''গদর এক প্রেম কথা' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সানি দেওল এবং আমিশা পটেল।
আরও পড়ুন...
ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ
'গদর এক প্রেম কথা'-র সময় অমরেশ পুরির অভিনয় ভোলার নয়
'গদর ২' তেও ফের দুজনেই ফ্রেমে রয়েছেন। 'গদর এক প্রেম কথা'-র সময় তখনও বেঁচে ছিলেন অমরেশ পুরি। সেবার ছবিতে তিনি বরাবরের মতোই দক্ষ অভিনেতার পরিচয় দিয়েছিলেন।তবে 'গদর এক প্রেম কথা' ছবিতে অন্যান্য মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন লিলেট দুবে, সুরেশ ওবেরয়। বলাই বাহুল্য, সেবার বক্সঅফিসে বড়সড় সাফল্য আসে।
'গদর ২' ছবিতে পোশাকে খুব একটা বদল আনা হয়নি
দর্শকদের উপহার দিতে অগাস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে' গদর ২।' নির্মাতাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।'গদর এক প্রেম কথা' ছবির মতোই 'গদর ২' ছবিতে পোশাকে খুব একটা বদল আনা হয়নি।
এক ঝলকে 'গদর: এক প্রেমকথা'
অভিনেতা ও রাজনীতিক সানি দেওল 'গদর: এক প্রেমকথা' ছবিতে তারা সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৪৭ সালের ভারত ভাগের সময়ে সাকিনার চরিত্রে আমিশা পটেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। সুখের সংসারে সমস্যা তৈরি হয় যখন সাকিনার বাবা তাঁকে পাকিস্তানে ফিরে আসতে জোর করে।
বিতর্ক ও সমালোচনার ঝড় উঠলেও এই ছবি সেই সময়ে ৭৬৮.৮ মিলিয়ন টাকার ব্যবসা করে। ছবির বাজেট ছিল ১৯০ মিলিয়ন। নব্বইয়ের দশকে 'হাম আপকে হ্যায় কৌন...' ছবির পর 'গদর' ছিল সর্বোচ্চ ব্যবসার তালিকায় দ্বিতীয় স্থানে।