এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
ছোটবেলার ছবি দেখে বলুন তো কে এই বলিউড নায়িকা?
নিজের সামপ্রতিক সমস্ত ছবির সঙ্গে সঙ্গে ছোটবেলার স্মৃতিচারণ করাও বেশ পছন্দ দীপিকা পাড়ুকোনের। তাই হামেশাই তাঁর প্রোফাইলে দেখা যায় কখনও নিজের বা কখনও স্বামী রণবীরের ছোটবেলার ছবি
মুম্বই: নিজের অভিনয় ও সৌন্দর্য্য দিয়ে তামাম বলিউডকে যিনি মুগ্ধ করে রেখেছেন তিনি দীপিকা পাড়ুকোন। ‘ওম শান্তি ওম’ থেকে শুরু করে ‘পদ্মাবতী’, একের পর এক ছবিতে তিনি জয় করে নিয়েছেন দর্শকদের মন। কেবল অভিনয় নয়, তাঁর বাগ্মিতা, সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি তাঁকে সবসময়ই সবার থেকে আলাদা সারিতে রেখেছে।
নিজের ইনস্টাগ্রামে নিয়মিত ছবি পোস্ট করেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে নিজের দুটি ছোটবেলার ছবি শেয়ার করেছেন দীপিকা। নিজের সামপ্রতিক সমস্ত ছবির সঙ্গে সঙ্গে ছোটবেলার স্মৃতিচারণ করাও বেশ পছন্দ নায়িকার। তাই হামেশাই তাঁর প্রোফাইলে দেখা যায় কখনও নিজের বা কখনও স্বামী রণবীরের ছোটবেলার ছবি।
সদ্যই নিজের শৈশবের নতুন দুটি ছবি শেয়ার করেছেন দীপিকা। সেই ছবিগুলিতে তাঁর সঙ্গে রয়েছে অন্যান্য শিশুও। তাদের মধ্যে থেকে নায়িকাকে খুঁজে বার করা সত্যিই বেশ কঠিন ব্যাপার। একটি ছবিতে মুখের আদলও বোঝা যাচ্ছে না দীপিকার। ছবিটির সঙ্গে দীপিকা লেখেন ছোটবেলার বহু পরিচিত একটি ছড়া।
View this post on InstagramThis Humpty & Dumpty sat on a wall...& ate curd rice!!!???????????? @divya_narayan4
এই প্রথম নয়, কিছুদিন আগেই দীপাবলি-র সময় ছোটবেলার প্রচুর ছবি শেয়ার করেছিলেন দীপিকা। একাধিকবার শেয়ার করেছেন রনবীর সিংহের ছবিও।View this post on Instagramcannot wait for these two munchkins!!!❤️ @divya_narayan4 @sneha_ramachander
View this post on Instagram
বর্তমানে নতুন ছবি ‘ছপক’-এর কাজে ব্যস্ত দীপিকা। ছবির শ্যুটিং শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। আগামীকাল সামনে আসবে ‘ছপক’-এর ট্রেলার। ৩৩ বছরের দীপিকা ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষীর ভূমিকায় অভিনয় করছেন। ২০২০-র জানুয়ারি মাসে মুক্তি পাবে ‘ছপক’। আগামী দিনে মহাভারতে দ্রৌপদীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর অভিনয় দেখাক জন্য অপেক্ষায় তাঁর তামাম ভক্তকুল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement