এক্সপ্লোর
সোশ্যাল মিডিয়ায় ছবি ঘিরে ‘নীতি পুলিশ’দের সমালোচনার মুখে দীপিকা
1/4

দীপিকা অবশ্য সমালোচকদের মন্তব্য উপেক্ষা করেছেন। যেমনটা করেছেন সানি ও ফতিমা। সানি সম্প্রতি তাঁর করবেট ন্যাশনাল পার্ক ভ্রমণের ছবি পোস্ট করেছিলেন। সমালোচকদের দাবি, তাঁর পোশাক উপযুক্ত নয়।
2/4

এই সমালোচনার পাল্টা জবাবও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁরা দীপিকার পাশে দাঁড়িয়ে এ ধরনের নীতি পুলিশগিরির সমালোচনা করেছেন। তাঁদের কথায়, কী পরবেন, তা ঠিক করার অধিকার দীপিকার রয়েছে। গত বৃহস্পতিবার শেয়ার করা দীপিকার ছবির ওই পোস্টে প্রায় সাড়ে চার হাজারের বেশি 'কমেন্ট' ও ৫.৫ লক্ষ 'লাইক' পড়েছে।
Published at : 10 Jun 2017 09:06 AM (IST)
Tags :
Deepika PadukoneView More






















