এক্সপ্লোর
দেখুন, প্রাক্তন সম্পর্কের রেশ ভুলে ‘বলম পিচকারি’র ছন্দে নাচলেন দীপিকা-রণবীর
ভ্যানিটি ভ্যানের ভিতর তোলা হয়েছে ভিডিওটি। শেয়ার করেছেন দীপিকা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দুজনেই ধরা দিয়েছেন দারুণ মেজাজে। কে বলবে, তাঁরা একে অপরের প্রাক্তন ভালবাসা।

নয়াদিল্লি: ফের সেই জুটি। সেই ম্যাজিক। শুধু মাঝে পেরিয়ে গেছে ৬টি বছর। আর বদলে গেছে সম্পর্কের সমীকরণ। রণবীর কপূর ও দীপিকা পাদুকোন। তাঁদের জুটির অন্যতম জনপ্রিয় ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তি পেয়েছিল ঠিক ৬ বছর আগে। সেই মুহূর্তটাই তাঁরা সেলিব্রেট করলেন জুটিতে। ‘বলম পিচকারি’র তালে কোমর দোলালেন দীপিকা-রণবীর। সম্ভবত কোনও ভ্যানিটি ভ্যানের ভিতর তোলা হয়েছে ভিডিওটি। শেয়ার করেছেন দীপিকা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। দুজনেই ধরা দিয়েছেন দারুণ মেজাজে। কে বলবে, তাঁরা একে অপরের প্রাক্তন ভালবাসা।
ক্যাপশনে দীপিকা লিখেছেন, নয়না ও বানি একসঙ্গে.. রণবীরের সঙ্গে সম্পর্ক ভাঙার পরও দীপিকা তাঁর পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক রেখেই চলেন। সম্প্রতি নিউ ইয়র্কে গিয়ে রণবীরের বাবা ঋষি কপূরের সঙ্গে দেখা করেন দীপিকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন নীতু কপূর। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















