বাবার পুরস্কার গ্রহণের দৃশ্য ক্যামেরায় ধরে রাখেন তিনি। এই সুখস্মৃতিই তো যে কোনও সন্তানের কাছে সারা জীবনের সম্পদ হয়ে থাকে। (সব ছবি তুলেছেন মানব মঙ্গলানি)।
2/7
মঞ্চে দীপিকার চোখে তখন জল। বাবাকে সম্মানিত হতে দেখে যে কোনও সন্তানেরই তো গর্ব হওয়ার কথা।
3/7
প্রকাশ বলেন, এই সম্মান পেয়ে আমি ধন্য। এর পিছনে রয়েছে আমার নিরলস প্রয়াস, কঠোর অনুশীলন, প্রতিভা, আমার শুভাকাঙ্খীদের আশীর্বাদ।
4/7
বেঙ্কাইয়া প্রকাশের সাফল্যের উল্লেখ করে বলেন, প্রতিভার সম্মান করা ভারতীয় সংস্কৃতি। প্রকাশকে সম্মানিত করে আমরা তিনি যেভাবে নতুন প্রজন্মের সামনে দৃষ্টান্ত রেখেছেন, তাকে সম্মান করছি।
5/7
খেলোয়াড় জীবনে বহু পুরস্কার পেয়েছেন প্রকাশ। কমনওয়েলথ তো বটেই, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ খেতাবও জিতেছেন। এহেন তারকার হাতে পুরস্কার, মানপত্র, স্মারক ও ১০ লক্ষ টাকার চেক তুলে দেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
6/7
পদ্মাবত-এর সাফল্য নতুন আনন্দ এনে দিয়েছে তাঁকে। বহু বাধা পেরিয়ে মুক্তির আলো দেখা ছবিটি শুরুতেই তুমুল ঝড় তুলেছে বক্স অফিসে। দীপিকা পাড়ুকোনের আনন্দের আরও একটা কারণ, তাঁর বাবা অতীতের ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনও এই সেদিন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন। তাঁকে সম্মানিত করল ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা।
7/7
অনুষ্ঠানে ছিল গোটা পাড়ুকোন পরিবার। দীপিকার সঙ্গে ছিলেন মা, বোন, বাবা।