এক্সপ্লোর
দীপিকা পাড়ুকোনের এই জ্যাকেটের দাম আন্দাজ করুন তো! ৯১,৪৯৮ টাকা

মুম্বই: রণবীর সিংহের সঙ্গে তাঁর সম্ভাব্য বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া, সংবাদমাধ্যম সর্বত্র আলোচনা তুঙ্গে। এ সবে কান না দিয়ে দিব্যি রয়েছেন দীপিকা পাড়ুকোন। কড়কড়ে সাড়ে একানব্বই হাজার টাকা দিয়ে একটি জ্যাকেট কিনে নিয়েছেন তিনি। গতকাল মুম্বই থেকে নিউ ইয়র্ক সিটি যাচ্ছিলেন দীপিকা। পরনে ছিল ঢোলা জিনস, ফিশ অ্যান্ড চিপস প্রিন্টের শার্ট। নয় নয় করে সেই শার্টের দাম ২৩,২৪০ টাকা। তবে সব কিছুকে মাত করে দিয়েছে তাঁর জ্যাকেট। বারবেরি কোম্পানির এই জ্যাকেটটি মেড ইন ইতালি, দাম ৯১,৪৮০ টাকা! [embed]https://www.instagram.com/p/Bh540SLh481/?utm_source=ig_embed[/embed] [embed]https://www.instagram.com/p/Bh6fgB1nYcd/?utm_source=ig_embed[/embed] [embed]https://www.instagram.com/p/Bh6aeuxDeyx/?utm_source=ig_embed[/embed] তবে এটা মেয়েদের নয়, ছেলেদের জ্যাকেট। কিন্তু জব্বর মানিয়েছে দীপিকাকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















