Deepika Ranveer: গুঞ্জন সার, দীপবীর আছেন দীপবীরেই! ক্যামেরায় ধরা পড়ল সেই চেনা রসায়ন
Deepika Ranveer News: সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে একাধিকবার নিজেদের সম্পর্কের ভাল দিকের কথাই বলেছেন রণবীর। আর বৃহস্পতিবার অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল দীপিকা রণবীরের সেই চেনা রসায়ন
মুম্বই: গুঞ্জন, সম্পর্কে ভাঙন, একসঙ্গে বিবাহবার্ষিকী না কাটানোর খবর? কোথায় কী! বৃহস্পতিবার গোলাপি কোট-প্যান্ট আর কালো টি-শার্টের ঘনিষ্ঠতা বলে গেল অন্য গল্প। বলিউডের প্রিয় জুটির চেনা দাম্পত্য, চেনা রসায়ন, চেনা সুখ, চেনা হাসিমুখের গল্প। রোহিত শেট্টির (Rohit Shetty)-র নতুন ছবি 'সার্কাস' (Circus)-র গান মুক্তির অনুষ্ঠানে এসে চিরাচরিত প্রেমের রঙ ছড়ালেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh)।
সম্প্রতি বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল, চিড় ধরেছে দীপিকা ও রণবীরের সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাইরাল হত মুগ্ধ চোখে রণবীরের দীপিকার দিকে তাকিয়ে থাকার ছোট্ট ছোট্ট ক্লিপিংস, সেই জুটির সম্পর্কে নাকি ভাঙন ধরেছে! অনুরাগীদের মন খারাপ। তামাম দুনিয়াকে 'কাপল গোলস' যে জুটি, বিবাহবার্ষিকীতে একে অপরের ওয়ালে ভালবাসামাখা পোস্ট নেই কেন.. তবে কী সত্যিই সম্পর্ক আগের জায়গায় নেই দীপিকা রণবীরের?
আরও পড়ুন: Fifa World Cup: বিনামূল্যে মেট্রো সফর, মেসিদের ম্যাচ দেখার আগে কাতার দেখে অবাক বাঙালি অভিনেত্রী
তবে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে একাধিকবার নিজেদের সম্পর্কের ভাল দিকের কথাই বলেছেন রণবীর। আর বৃহস্পতিবার অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল দীপিকা রণবীরের সেই চেনা রসায়ন। গানের তালে পাও মেলালেন জুটি। একে অপরে আগলে, খুশিতে, আনন্দে যেন গোটা দেশের বার্তা পৌঁছে দিলেন, গুঞ্জনই সার, দীপবীর আছে দীপবীরেই।