এক্সপ্লোর
Advertisement
কান যাচ্ছেন অ্যাশ, সোনাম, দীপিকা, কিন্তু কেউ কারও মুখোমুখি হবেন না, কেন জানেন?
নয়াদিল্লি: কান চলচ্চিত্র উত্সবে ভারতীয়দের উপস্থিতি চিরকালই তারকাখচিত । বহু বছর ধরেই কান-এর রেড কার্পেটে হাঁটচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চন। তারপর সেই তালিকায় নাম জুড়েছে সোনাম কপূর এবং দীপিকা পাড়ুকোনেরও। তিনজনেই লরেল-এর প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন। তবে তিন অভিনেত্রীর মধ্যে সোনাম-অ্যাশ বা দীপিকা-সোনামের সম্পর্কের সমীকরণ কেমন, সেকথা সকলেরই জানা। সেক্ষেত্রে সকলেই উত্সুক ছিল এটা দেখতে তিন অভিনেত্রীর যদি সেখানে দেখা হয়, তাহলে তাঁরা কীভাবে শুভেচ্ছা বিনিময় করবেন।
তবে দর্শকদের সেই বিরল দৃশ্য দেখার সৌভাগ্য আপাতত হচ্ছে না। কারণ, লরেল-এর এক মুখপাত্র জানিয়েছেন, ভারত থেকে তাঁদের ব্র্যান্ডের তিন প্রতিনিধি আলাদা আলাদা দিনে রেড কার্পেটে হাঁটবেন।
দীপিকা রেড কার্পেটে হাঁটবেন ১৭-১৮ মে, অ্যাশ ১৯-২০ মে এবং সোনাম ২১-২২ মে। তবে দীপিকা অ্যাশের সঙ্গে দেখা করতে আগ্রহী, জানিয়েছেন অভিনেত্রী স্বয়ং। ঐশ্বর্যকে অনুপ্রেরণা হিসেবে দেখেন দীপিকা। তবে সোনামের সঙ্গে দেখা হওয়া প্রসঙ্গে তেমন কিছু মন্তব্য করেননি দীপিকা। গত কয়েক বছরে কান-এর মঞ্চে স্টাইল স্টেটমেন্টে একে অপরকে টক্কর দিয়েছেন অ্যাশ-সোনাম। দীপিকাও পিছিয়ে নেই। আপাতত এবছরের অপেক্ষা, কোন বলিউড ডিভা সবচেয়ে বেশি নজর কাড়েন কান-এর মঞ্চে!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement