এক্সপ্লোর
Advertisement
৪৮-তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে বেস্ট ড্রামা সিরিজ নির্বাচিত ‘দিল্লি ক্রাইম’
International Emmy Awards 2020: গত বছর ‘লাস্ট স্টোরিজ’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান রাধিকা আপ্তে।
নয়াদিল্লি: ৪৮-তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে ভারতের সাফল্য। বেস্ট ড্রামা সিরিজ অ্যাওয়ার্ড পেল নেটফ্লিক্সের ‘দিল্লি ক্রাইম’। অ্যামাজন প্রাইম ভিডিও অরিজিনাল ‘মেড ইন হেভেন’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছিলেন অর্জুন মাথুর। শেষপর্যন্ত তিনি অবশ্য এই পুরস্কার পাননি। ‘রেসপন্সিবল চাইল্ড’-এর জন্য এই বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন বিলি ব্যারাট। বেস্ট কমেডি সিরিজ বিভাগে মনোনীত হয়েছিল প্রাইম ভিডিও-র ‘ফোর মোর শটস প্লিজ’। পুরস্কার অবশ্য পায়নি এই সিরিজ।
গত বছরও এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয়রা সাফল্য পেয়েছিলেন। ‘লাস্ট স্টোরিজ’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান রাধিকা আপ্তে। এবার ভারতে পুরস্কার এল।
‘দিল্লি ক্রাইম’-এ একজন ডেপুটি পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করেন শেফালি শাহ। এই সিরিজে দেখা যায়, তিনি দিল্লিতে ২০১২ সালে নৃশংস গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছেন এবং এই ঘটনায় দোষীদের খুঁজে বের করছেন। নির্ভয়াকাণ্ড সারা দেশের বিবেকক নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনা অবলম্বনেই তৈরি হয় এই সিরিজ।
এ বছর করোনা আবহে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হল ভার্চুয়ালি। প্রথমবার এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোনও দর্শক ছিলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফাঁকা হল থেকে অনুষ্ঠান পরিচালনা করেন অভিনেতা রিচার্ড কাইন্ড।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
কলকাতা
জেলার
জেলার
জেলার
Advertisement