ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১২.২৪) পর্ব ১: হাল ছাড়তে নারাজ চিন্ময়কৃষ্ণের আইনজীবী রবীন্দ্র ঘোষ, আতঙ্কে কাটছে দিন আইনজীবী রমেন রায়ের বোনের, দেখুন Exclusive সাক্ষাৎকার
Ghanta Khanek Sange Suman: একমাত্র অপরাধ চিন্ময়কৃষ্ণকে আইনি সহায়তার চেষ্টা। আজ বাংলাদেশে মৃত্যুর সঙ্গে লড়ছেন আইনজীবী রমেন রায়। হাসপাতাল থেকে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কাতর আর্তি আইনজীবীর বোনের। হাল ছাড়তে নারাজ চিন্ময়কৃষ্ণের আরেক আইনজীবী রবীন্দ্র ঘোষ। কলকাতায় এসে এবিপি আনন্দকে জানালেন, "ফের আদালতে যাব, মরতে হলে মরব"। অবদান ভুলে বিজয় দিবসেও বাংলাদেশে চলল ভারত-বিদ্বেষী জিগির। প্রকাশ্য বিবৃতি দিয়ে ববির 'সংখ্যালঘু' মন্তব্যের নিন্দা করল তৃণমূল। দুই হুমায়ুন থেকে মদন, দলেরই অন্দরে কড়া সমালোচনার মুখে ফিরহাদ।
বাংলাদেশে সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে আইনি সহায়তা দিতে চাওয়ায়, মৌলবাদীদের আক্রমণের মুখে পড়েছিলেন আইনজীবী রমেন রায়। নৃশংস মারধরে গুরুতর আহত এই আইনজীবী, এখন হাসপাতালের ICU-তে মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই হাসপাতাল থেকেই, এবার এবিপি আনন্দকে EXCLUSIVE সাক্ষাৎকার দিলেন আইনজীবী রমের রায়ের বোন। তাঁর কাতর আর্তি, আইনজীবীর চিকিৎসায় কোনও হেলদোল নেই ইউনূস সরকারের। চিকিৎসার জন্য় তাঁকে বাইরে নিয়ে যেতে চায় পরিবার।