ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১২.২৪) পর্ব ২: ববির সংখ্যালঘু মন্তব্যে কড়া TMC। দুই হুমায়ুন থেকে মদন, দলেরই অন্দরে কড়া সমালোচনার মুখে ফিরহাদ
Ghanta Khanek Sange Suman: একমাত্র অপরাধ চিন্ময়কৃষ্ণকে আইনি সহায়তার চেষ্টা। আজ বাংলাদেশে মৃত্যুর সঙ্গে লড়ছেন আইনজীবী রমেন রায়। হাসপাতাল থেকে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কাতর আর্তি আইনজীবীর বোনের। হাল ছাড়তে নারাজ চিন্ময়কৃষ্ণের আরেক আইনজীবী রবীন্দ্র ঘোষ। কলকাতায় এসে এবিপি আনন্দকে জানালেন, "ফের আদালতে যাব, মরতে হলে মরব"। অবদান ভুলে বিজয় দিবসেও বাংলাদেশে চলল ভারত-বিদ্বেষী জিগির। প্রকাশ্য বিবৃতি দিয়ে ববির 'সংখ্যালঘু' মন্তব্যের নিন্দা করল তৃণমূল। দুই হুমায়ুন থেকে মদন, দলেরই অন্দরে কড়া সমালোচনার মুখে ফিরহাদ।
সংখ্য়ালঘু-মন্তব্য়ের জন্য় এবার প্রকাশ্য়ে বিবৃতি দিয়ে, ফিরহাদ হাকিমের তীব্র নিন্দা করল তৃণমূল। সম্প্রতি একটি অনুষ্ঠানে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়--- "আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি, যদি আল্লার আমাদের ওপর করুণা হয়, ...তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারব।" এবার তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করে লেখা হল--- “ফিরহাদের মন্তব্যে দলের অবস্থান কিংবা আদর্শের প্রতিফলন ঘটেনি।” ওই পোস্টের শুরুতেই স্পষ্ট ভাবে লেখা হয়েছে, ফিরহাদের মন্তব্যের দায় নিচ্ছে না দল এবং কঠোর ভাবে ওই মন্তব্যের নিন্দা করা হচ্ছে।