![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dev on Tollywood Shooting: টালিগঞ্জে ফের 'লাইটস-ক্যামেরা-অ্যাকশন'! পরিচালক-ফেডারেশন দ্বন্দ্ব মেটাতে নবান্নে বৈঠক, মিলল সুরাহা!
Directors-Federation Tussle: রাহুল মুখোপাধ্যায়কে 'বয়কট', একাধিক অভিযোগ পরিচালকদের তরফে। শ্যুটিং স্তব্ধ। বারবার বৈঠকেও মেলেনি সুরাহা। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট খোলার সম্ভাবনা।
![Dev on Tollywood Shooting: টালিগঞ্জে ফের 'লাইটস-ক্যামেরা-অ্যাকশন'! পরিচালক-ফেডারেশন দ্বন্দ্ব মেটাতে নবান্নে বৈঠক, মিলল সুরাহা! Dev Social Media Post on Tollywood Shooting Strike After Meeting With CM at Nabanna Entertainment News Dev on Tollywood Shooting: টালিগঞ্জে ফের 'লাইটস-ক্যামেরা-অ্যাকশন'! পরিচালক-ফেডারেশন দ্বন্দ্ব মেটাতে নবান্নে বৈঠক, মিলল সুরাহা!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/30/68c549fb28fbd500d442c1622ec4ac6e1722338395202229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: স্টুডিওপাড়ায় পরিচালক-ফেডারেশন (Tollywood Tussle) সংঘাতের জল গড়াল নবান্নে। পরিচালক-টেকনিশিয়ানদের সংঘাত (Director Technician Conflict), হস্তক্ষেপ করতে হল খোদ মুখ্যমন্ত্রীকে (Chief Minister)। মুখ্যমন্ত্রীর সঙ্গে অরূপ, প্রসেনজিৎ, দেব, গৌতম ঘোষের বৈঠক। 'সন্ধের মধ্যেই সমস্যা মিটে যাবে, কাল থেকেই শুরু হতে পারে শ্যুটিং'। নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেবের।
দেবের পোস্টে আশার বাণী
মিটতে চলেছে সমস্যা। পরিচালক ও ফেডারেশনের সংঘাতের মধ্যে এবার হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন প্রায় ঘণ্টাখানেকের ওপর বৈঠক চলে মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেখান থেকে বেরিয়েই ইতিবাচক পোস্ট করলেন দেব। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানালেন যে সন্ধ্যার মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আগামীকাল থেকেই স্টুডিওপাড়া ফের গমগম করতে পারে 'লাইটস ক্যামেরা অ্যাকশন'-এর শব্দে। 'আপনার সাহায্যে আশা করি কাল থেকে শুরু হবে শ্যুটিং', মুখমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
রাহুল মুখোপাধ্যায়কে ফেডারেশনের 'ব্যানের' পর টেকনিশিয়ানদের 'বয়কট'। 'বয়কটের' প্রতিবাদে পাল্টা 'কর্মবিরতি'তে চলে যান পরিচালকরাও। টলিপাড়ায় এমন অচলাবস্থার মধ্যেই আজ সকালে ফের আলোচনায় বসেন প্রসেনজিৎ, গৌতম ঘোষ। আলোচনায় প্রসেনজিতের বাড়িতে যান দেবও। সেই আলোচনার শেষে নবান্নে পৌঁছন তাঁরা।
গতকাল সন্ধ্যার দিকে সাংবাদিক বৈঠক করা হয় পরিচালকদের তরফে। প্রায় ৪০০ পরিচালকের পক্ষে একে একে বক্তব্য রাখেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। এদিন কৌশিক বলেন, 'এই যে ডিভাইড অ্যান্ড রুল, এটা খুবই অনভিপ্রেত। এই বিভাজনটা দয়া করে করবেন না। টেকনিশিয়নদের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, আমরা পরিবারের মতো। এখানে 'আমাদের পেটে লাথি মারা'র মতো মন্তব্য চাই না। এগুলোকে প্রশ্রয় দেবেন না। আপনারা জানেন কত কাজ আগে আসত। আমরা বাইরে গেলে আমাদের বলেন, 'এখানে অনেক ঝামেলা'। এখানে নানা ধরনের আইনের জন্য তাঁরা আসেন না। কোনটা আইন, কোনটা বলবৎ করা যায় সেটা আলোচনা করার সময় এসেছে। রাহুলের ঘটনাটা আমাদের উস্কে দিয়েছে। আমরা চাই আইনের একটা মানচিত্র তৈরি হোক, নয়তো এই ইন্ডাস্ট্রিকে বাঁচানো যাবে না।'
আরও পড়ুন: Tollywood Shooting: বারবার বৈঠকেও কাটছে না জট, নবান্নে পৌঁছলেন প্রসেনজিৎ ও গৌতম ঘোষ
তবে অবশেষে সেই সমস্যার সমাধান সূত্র মিলেছে বলেই আশা। এদিন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর কাজ শুরুর ইতিবাচক পোস্ট তারকাদের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)