Shreya Ghoshal Update: ছয় মাস পূর্তি খুদে দেবয়ানের, মিষ্টি পোস্ট মা শ্রেয়া ঘোষালের
Shreya Ghoshal Update: আজ সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেন গায়িকা। ছবিতে মায়ের কোলে পুঁচকে দেবয়ান। হাসিমুখে পোজ দিয়েছে সে। ক্যাপশনে কী লিখলেন গায়িকা?
নয়াদিল্লি: ছয় মাস পূর্ণ করল খুদে দেবয়ান (Devyaan)। সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে আদুরে পোস্ট করলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।
আজ সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেন গায়িকা। ছবিতে মায়ের কোলে পুঁচকে দেবয়ান। হাসিমুখে পোজ দিয়েছে সে। ক্যাপশনে কী লিখলেন গায়িকা?
আরও পড়ুন: Koel Mallick Update: শীতের পরশ, সোশ্যাল মিডিয়ায় রোদমাখা ছবি শেয়ার করলেন কোয়েল
'সকলে হাই। আমি দেবয়ান ও আমি আজ ৬ মাস পূর্ণ করলাম। বর্তমানে আমি আমার চারপাশের পৃথিবী অন্বেষণে, আমার প্রিয় গান শুনতে, সমস্ত ধরণের ছবির বই পড়তে, বোকা জোকসে উচ্চস্বরে হাসতে এবং আমার মায়ের সঙ্গে গভীর কথোপকথনে ব্যস্ত আছি। মা-ই একমাত্র আমাকে বোঝে। তোমাদের সকলকে ধন্যবাদ আমাকে ভালবাসা আর আশীর্বাদ পাঠানোর জন্য।'
View this post on Instagram
গায়িকা শ্রেয়া ঘোষালের এই মিষ্টি ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করেছেন বহু বলিউড তারকা। মন্দিরা বেদী, হর্ষদীপ কৌর, মিথিলা পালকর, শক্তি মোহন, বিদিতা বাগ সহ একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন খুদে দেবয়ানকে।
আরও পড়ুন: Shilpa Shetty Marriage Anniversary: রাজ-শিল্পার ১২ বছরের বিবাহবার্ষিকী, 'কুকি'কে শুভেচ্ছা অভিনেত্রীর