এক্সপ্লোর
এটা জানতেন? লন্ডনের একটি বারে ঢুকতে দেওয়া হয়নি আলিয়াকে!

মুম্বই: তাঁকে দেখে মনে হয়েছে বড্ড ছোট। তাই লন্ডনের এক বারে এন্ট্রি পেলেন না আলিয়া ভট্ট। আলিয়ার বয়স ২৪ বছর। কিন্তু বয়সের তুলনায় ছোট দেখায় বেশ খানিকটা। এবার হয়েছে কী, লন্ডনের একটি বারে গিয়েছিলেন আলিয়া। ভেতরে ঢোকার চেষ্টা করলে আটকে দেওয়া হয় তাঁকে। কারণ, তিনি নাকি নাবালক। আইডেন্টিটি কার্ড দেখিয়ে বয়স প্রমাণে চেষ্টা করেন আলিয়া কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডরা জানিয়ে দেন, ও সব চালাকি এখানে চলবে না, এটা জাল আইডি, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, তুমি একদম পুঁচকে। তবে অল্প বয়সেই পরপর কয়েকটি হিট ছবি দিয়েছেন মহেশ ভট্টের মেয়ে। তাঁর আগামী ছবি রণবীর কপূরের বিপরীতে অয়ন মুখোপাধ্যায়ের ড্রাগন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















