![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Celebrities Update: দীর্ঘদিন ধরে রাখা লম্বা চুলের গোপন রহস্য ফাঁস করলেন ডিম্পল কাপাডিয়া
ডিম্পল কাপাডিয়ার চুলের স্টাইল নিয়ে বরাবরই আগ্রহ ছিল অনুরাগীদের।এবার অনুরাগীদের সেই আগ্রহ মিটিয়েই দিলেন তিনি। নিজের হেয়ার স্টাইলের রহস্য ফাঁস করলেন।কীভাবে তিনি দীর্ঘদিন ধরে চুলের স্টাইল ধরে রেখেছেন?
![Celebrities Update: দীর্ঘদিন ধরে রাখা লম্বা চুলের গোপন রহস্য ফাঁস করলেন ডিম্পল কাপাডিয়া Dimple Kapadia reveals hair care secrets, favourite look and more, know in details Celebrities Update: দীর্ঘদিন ধরে রাখা লম্বা চুলের গোপন রহস্য ফাঁস করলেন ডিম্পল কাপাডিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/02/90c9e80a3203a6c7b1fc1ad43abe228d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে লম্বা চুলের অধিকারী হিসেবে ডিম্পল কাপাডিয়ার (Dimple Kapadia) নাম উল্লেখযোগ্য। হাতে গোনা কয়েকটি ছবি ছাড়া সমস্ত ছবিতেই তাঁর ঘন এবং লম্বা চুল দেখা গিয়েছে। ডিম্পল কাপাডিয়ার চুলের স্টাইল নিয়ে বরাবরই আগ্রহ ছিল অনুরাগীদের। আর এবার অনুরাগীদের সেই আগ্রহ মিটিয়েই দিলেন তিনি। নিজের হেয়ার স্টাইলের রহস্য ফাঁস করলেন। কীভাবে তিনি দীর্ঘদিন ধরে চুলের স্টাইল মেনটেন করে আসছেন, তা জানা গেল অবশেষে।
সম্প্রতি একটি সাক্ষাতকারে বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া জানিয়েছেন যে, অভিনয়ের শুরু থেকেই তাঁর লম্বা চুল দেখা যায়। কখনওই তিনি চুলের স্টাইল নিয়ে বিশেষ কোনও পরীক্ষা-নিরীক্ষা করার সময় পাননি। ডিম্পল কাপাডিয়া বলছেন, 'যখন আপনারা জানবাজ ছবিটি দেখেছেন, তখন সেখানে আমাকে ছোট চুলে দেখেছেন। ১৩ বছর বয়স থেকে অভিনয় করছি। কখনও হেয়ার স্টাইল নিয়ে তেমন পরীক্ষা করার সময় পাইনি। কিন্তু একবারই চুল ছোট করে কেটেছিলাম। কিন্তু তাতে আমাকে একেবারেই ভালো লাগেনি। যা আপনারা জানবাজ ছবিতে দেখতে পেয়েছেন। ৪০ বছর বয়সে গিয়ে আমি আর একবার চুল ছোট করার চেষ্টা করি। নিউ ইয়র্কের একটি ফরাসি সালোঁতে গিয়ে আমি চুল কাটিয়েছিলাম। কিন্তু সেখানে চুল কাটানোর পর আমাকে খুবই খারাপ দেখতে লেগেছিল।'
আরও পড়ুন - Happy Birthday Shahrukh Khan: জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বলিউড সুপারস্টার শাহরুখ খান
লম্বা চুলের যত্ন করা কার্যত কঠিন কাজ। বছরের পর বছর ধরে লম্বা চুল ধরে রেখেছেন। চুলের যত্ন কীভাবে করেন, সে সম্পর্কে ডিম্পল কাপাডিয়া বলেন, 'ছোটবেলা থেকেই আমার চুল খুবই শুষ্ক এবং ঘন। তাই ছোটবেলা থেকেই চুলে তেল ব্যবহারের একটা অভ্যাস ছিল। সেই অভ্যাস পরবর্তীকালেও থেকে গিয়েছে ছেলেবেলায় স্কুল থেকে চুলে তেল লাগিয়ে দুটো ঝুঁটি বেধে রাখতাম। সেই অভ্যাস এখনও রয়ে গিয়েছে। আমার কোনও প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট নেই।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)