এক্সপ্লোর
Advertisement
অনুশীলনের সময় মাথায় চোট পেয়ে ছয় মাস স্মৃতি হারিয়ে ফেলেছিলেন, জানালেন দিশা পাটানি
বলিউড অভিনেত্রী দিশা পাটানি ফিটনেস নিয়ে বেশ খুঁতখুতে। ফিটনেস বজায় রাখতে প্রচুর পরিশ্রম করেন তিনি। আর বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্ট নিয়েও মাঝেমধ্যেই আলোচনার বিষয়বস্তু হয়ে পড়েন তিনি। বেশ কয়েকবার তো জিমন্যাস্টিক করতে গিয়ে চোটও পেয়েছেন।
নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী দিশা পাটানি ফিটনেস নিয়ে বেশ খুঁতখুতে। ফিটনেস বজায় রাখতে প্রচুর পরিশ্রম করেন তিনি। আর বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্ট নিয়েও মাঝেমধ্যেই আলোচনার বিষয়বস্তু হয়ে পড়েন তিনি। বেশ কয়েকবার তো জিমন্যাস্টিক করতে গিয়ে চোটও পেয়েছেন। এরইমধ্যে তিনি তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, একবার অনুশীলন করতে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন। আর এর ফলে প্রায় ছয় মাস সাময়িকভাবে স্মৃতি হারিয়ে ফেলেছিলেন তিনি।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দিশা বলেছেন, একবার কংক্রিটের মেঝেতে ট্রেনিং করার সময় পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। দিশা বলেছেন, আমি আমার জীবনের ছয়টি মাস হারিয়ে ফেলি। আমার কিছুই মনে ছিল না।
এত বড় দুর্ঘটনার পরও জিমন্যাস্টিক ও মিক্স মার্শাল আর্টের সঙ্গে তাঁর সম্পর্ক ছেদ হয়নি।
ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই দিশা তাঁর জিমন্যাস্টিক ও মিক্স মার্শাল আর্টের ভিডিও শেয়ার করে থাকেন। দিশার কথায়, যখন শ্যুটিং থাকে না, তখন তিনি প্রতি সপ্তাহে পালা করে জিমন্যাস্টিক ও মিক্স মার্শাল আর্ট অনুশীলন করেন। তিনি বলেছেন, জিমন্যাস্টিকের তুলনায় মিক্স মার্শাল আর্ট কিছুটা সহজ। জিমন্যাস্টিকের জন্য দুটি বিষয় জরুরি-প্রথমত, এটি প্রত্যেকদিন অনুশীলন করতে হয়। দ্বিতীয়ত, এজন্য যথেষ্ট সাহসী হতে হয়।
দিশা বলেছেন, জিমন্যাস্টিক ও মিক্স মার্শাল আর্টের জন্যই তিনি এই জায়গায় পৌঁছেছেন। তিনি বলেছেন, এগুলি প্রত্যেকদিনই অনুশীলন করতে হয়।View this post on InstagramTraining after ages with my trainer @nadeemakhtarparkour88 @flyzonefitness_ 💪🏽❤️
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement