এক্সপ্লোর
Advertisement
ফের বলিউড ফ্যামিলিতে করোনার থাবা! কোভিড পজিটিভ দিশা পাটানির বাবা
ফের করোনার থাবা বলি পরিবারে। করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী দিশা পাটনির বাবা জগদীশ সিংহ পাটনি। উত্তরপ্রদেশের বিদ্যুত্ দফতরের উচ্চ পদস্থ আধিকারিক তিনি। জগদীশ ছাড়াও ওই দফতরের আরও ২ আধিকারিক করোনা পজিটিভ।
মুম্বই: ফের করোনার থাবা বলি পরিবারে। করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী দিশা পাটনির বাবা জগদীশ সিংহ পাটনি। উত্তরপ্রদেশের বিদ্যুত্ দফতরের উচ্চ পদস্থ আধিকারিক তিনি। জগদীশ ছাড়াও ওই দফতরের আরও ২ আধিকারিক করোনা পজিটিভ।
উত্তরপ্রদেশের বরেলির অতিরিক্ত সিএমও অশোক কুমার জানিয়েছেন, লখনউ থেকে জগদীশ সহ ওই ২ আধিকারিক বরেলি পৌঁছেছিলেন ট্রান্সফরমার কেলেঙ্কারির তদন্ত করতে। সেখানেই তাঁদের করোনা সংক্রমিত হওয়ার খবর সামনে আসে। আপাতত জেলার প্রধান ইঞ্জিয়ারিনং অফিস সিল কর দেওয়া হয়েছে।
সম্প্রতি 'ফাদার্স ডে'-তে নিজের বাবার সঙ্গে ছবি আপলোড করেছিলেন 'বাগি' তারকা দিশা। সেখানে তিনি লিখেছিলেন, 'তোমায় ভালোবাসি সুপারহিরো।' যদিও এখনও অভিনেত্রীর তরফে তাঁর বাবার অসুস্থতা নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেশ জুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত হয়ে পড়ছেন তারকারাও। রাজনীতির ময়দান থেকে রুপোলি পর্দা, বারবার সামনে আসছে করোনা সংক্রমণের খবর। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন প্রায় গোটা বচ্চন পরিবার। যদিও এখন অভিষেক বচ্চন ছাড়া প্রত্যেকেই করোনা নেগেটিভ হয়েছেন। করোনার থাবা বসেছে একাধিক স্টার পরিবারেও। আক্রান্ত হয়েছেন বরুণ ধবন, সারা আলি খান সহ বিভিন্ন তারকা পরিবারের সদস্য বা পরিচারক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement