এক্সপ্লোর
Advertisement
Sanjana Sanghi: পুরুষ বন্ধুকে বিজ্ঞাপনে চড় সঞ্জনার, কেন খাপ্পা পূজা বেদী?
আলোচ্য বিজ্ঞাপনে দেখা যায়, গল্প করতে করতে হঠাৎ পুরুষ বন্ধুর গালে কষে চড় মারতে শুরু করেন সঞ্জনা। এভাবে মারতে থাকেন বেশ কয়েকবার। টিভিতে কী কী শো দেখবেন, তা বাছাই করতেই মজা করে ওই কাজ করেন সঞ্জনা। কিন্তু বিজ্ঞাপনে সঞ্জনার এমন রূপ দেখে যারপরনাই বিরক্ত পূজা ।
মুম্বই: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে জড়িয়ে বিতর্কের রেশ ফিকে হওয়ার আগেই নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘী। একটি বিজ্ঞাপনে এক পুরুষ বন্ধুর গালে গোটা কয়েক চড় মেরেছেন তিনি। আর তাই নিয়েই বেঁধেছে বিতর্ক। প্রাক্তন অভিনেত্রী পূজা বেদী মন্তব্য করেছেন, মেয়েদের গালে চড় মারা নিয়ে যেমন আপত্তি উঠছে, তেমনই এ ভাবে সামান্য কারণে পুরুষের উপর অত্যাচারও কোনওমতেই গ্রহণযোগ্য নয়।
Absolutely HORRIFIED 2 watch this advt. Domestic violence against men is NOT acceptable. What if a man was slapping a woman in this advt? This should NEVER CLEAR an advertising board! #men have rights! #domesticviolence@sharmarekha @smritiirani @DeepikaBhardwaj @amitdeshmra https://t.co/9yph7VMuAw
— Pooja Bedi (@poojabeditweets) December 9, 2020
আলোচ্য বিজ্ঞাপনে দেখা যায়, গল্প করতে করতে হঠাৎ পুরুষ বন্ধুর গালে কষে চড় মারতে শুরু করেন সঞ্জনা। এভাবে মারতে থাকেন বেশ কয়েকবার। টিভিতে কী কী শো দেখবেন, তা বাছাই করতেই মজা করে ওই কাজ করেন সঞ্জনা। কিন্তু বিজ্ঞাপনে সঞ্জনার এমন রূপ দেখে যারপরনাই বিরক্ত পূজা।
2 wrongs don't make a right &we have 2 sensitize BOTH sexes on #domesticviolence &equal rights&opportunities in order 2 create a society that's respectful &progressive. Men r equally human. They hurt.They cry.Their rights matter equally @sharmarekha @amitdeshmra @DeepikaBhardwaj
— Pooja Bedi (@poojabeditweets) December 10, 2020
বিজ্ঞাপনটিতে ট্যুইট করে পূজা বলেন, ' এই ধরনের পারিবারিক হিংসা একেবারেই গ্রহণযোগ্য নয়। বিজ্ঞাপনটি দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছি। যদি কোনও মহিলার গালে কোনও পুরুষকে এভাবে থাপ্পড় মারতে দেখা যেত তাহলে কী হত! ' পুরুষ হোক কিংবা মহিলা, কোনও লিঙ্গের মানুষের উপরই গার্হস্থ্য হিংসা মেনে নেওয়া যায় না বলে মনে করছেন পূজা।
এর আগে সঞ্জনা বিতর্কে জড়িয়ে পড়েন ‘দিল বেচারা’ ছবির প্রেক্ষিতে। এই ফিল্মের মধ্য দিয়েই তিনি হিন্দি ছবির জগতে প্রবেশ করেন। তাঁর বিপরীতে ছিলেন সুশান্ত। কিন্তু দুঃখের কথা হল, ছবিটি রিলিজ হওয়ার আগেই জীবন থেকেই ছুটি নেন অভিনেতা। কিন্তু ছবিটি মুক্তির আগে সুশান্ত, সঞ্জনাকে নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়ে যায়। অভিযোগ ওঠে, আলোচ্য ছবির সেটে নাকি সঞ্জনার শ্লীলতাহানি করেছেন সুশান্ত। বিতর্ক দানা বাঁধে। শেষটায় বাধ্য হয়ে আসরে নামেন সঞ্জনা এবং জানান ছবির সেটে সুশান্ত এমন কিছু করেননি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement