এক্সপ্লোর
Advertisement
'ভালবাসার মাশুল' গুনছেন মিমি! ওয়েব প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় 'ড্রাকুলা স্যার'
'ড্রাকুলা স্যার' এবার অন্দরমহলে! ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত অনির্বাণ ভট্টাচার্য্য-মিমি চক্রবর্তীর নতুন ছবি। রুপোলি পর্দার পর এবার ‘ড্রাকুলা স্যার’ আসছে আগামী ১১ ডিসেম্বর, ‘হইচই’-এ।
কলকাতা: 'ড্রাকুলা স্যার' এবার অন্দরমহলে! ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত অনির্বাণ ভট্টাচার্য্য-মিমি চক্রবর্তীর নতুন ছবি। রুপোলি পর্দার পর এবার ‘ড্রাকুলা স্যার’ আসছে আগামী ১১ ডিসেম্বর, ‘হইচই’-এ।
প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হল মিমি চক্রবর্তীর একটি ভিডিয়োর মাধ্যমে। মেকআপ রুমে বসে রয়েছেন অভিনেত্রী। মিমি থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠছেন মঞ্জরী। 'ড্রাকুলা স্যার'-ছবির নায়িকা। সাদা ঢাকাইতে বেশ মানিয়েছে মিমিকে। আয়নার সামনে বসে মিমি শোনাচ্ছেন তাঁর শ্যুটিং-এর অভিজ্ঞতা। পরিচালক চাইতেন 'পুপে ফিল'। মিমি বলছেন, ‘‘মঞ্জরী ও অমলের কেমিস্ট্রিটা একদম অন্য রকমের।’’
প্রাথমিক স্কুলের এক জন ছাপোষা শিক্ষক কী ভাবে ‘ড্রাকুলা স্যার’ হয়ে উঠছেন, কী ভাবে তিনি স্বাধীনতার জন্য লড়াই করছেন, মঞ্জরী ও অমলের গল্পের মোড় কোন দিকে যাচ্ছে— এ সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ১১ তারিখ। ছোট্ট ভিডিওর শেষে নাড়া দিয়ে যায় মিমির সংলাপ,‘ভালবাসে অনেকে, কিন্তু ভালবাসার মাশুল গোনে ক’জন’।
অনির্বাণ ছাড়া এই ছবিতে রয়েছেন কাঞ্চন মল্লিক, বিদীপ্তা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সায়নী ঘোষ, স্যামিউল আলম, সুপ্রিয় দত্ত প্রমুখ। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। বাঙালির ঘরে হানা দিতে তৈরি 'ড্রাকুলা'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement