এক্সপ্লোর
Advertisement
দীপাবলিতে সারা দেশে হিন্দিতে মুক্তি পাচ্ছে বাংলার প্রথম 'ড্রাকুলা'-র গল্প
কেবল পশ্চিমবঙ্গ নয়, এবার গোটা দেশেই সফর শুরু করতে চলেছে বাংলার 'ড্রাকুলা'। দীপাবলিতে হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত 'ড্রাকুলা স্যার'। আজ সোশ্যাল মিডিয়ায় হিন্দি পোস্টার শেয়ার করলেন 'ড্রাকুলা স্যার'-এর মঞ্জরী।
কলকাতা: কেবল পশ্চিমবঙ্গ নয়, এবার গোটা দেশেই সফর শুরু করতে চলেছে বাংলার 'ড্রাকুলা'। দীপাবলিতে হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত 'ড্রাকুলা স্যার'। আজ সোশ্যাল মিডিয়ায় হিন্দি পোস্টার শেয়ার করলেন 'ড্রাকুলা স্যার'-এর মঞ্জরী।
চলতি বছরের দীপাবলিতে গোটা দেশে ফের মুক্তি পাচ্ছে দেবালয় ভট্টাচার্য্যের 'ড্রাকুলা স্যার'। তবে বাংলা নয়, গোটা ছবিটিই আসতে চলেছে হিন্দি ভাষায়। সেই আভাস পাওয়া গেল ছবির পোস্টারেই। মিমি চক্রবর্তীর শেয়ার করা পোস্টারে হিন্দিতে লেখা হয়েছে ছবির নাম। ট্যাগলাইনে লেখা, 'খুন পিনা সোয়াস্ত কে লিয়ে হানিকারক হ্যায়'। পোস্টার শেয়ার করে মিমি অনির্বান ভট্টাচার্যকেও ট্য়াগ করেছেন।
প্রযোজনা সংস্থা এসভিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে এই ছবি। বাংলায় সাফল্য পাবার পরেই গোটা দেশে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রেলার থেকে গান, সবটাই ফের মুক্তি পাবে হিন্দিতে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement