এক্সপ্লোর
Advertisement
মাদক মামলায় রিয়ার জামিনের আবেদনে রায় স্থগিত রাখল বম্বে হাইকোর্ট
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় মাদক-যোগ সংক্রান্ত মামলায় রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিকের জামিনের আর্জি নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখল বম্বে হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। এর আগে এদিনের শুনানিতে এনসিবি ও রিয়ার আইনজীবীরা দীর্ঘক্ষণ ধরে নিজেদের বক্তব্য পেশ করেন।
মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় মাদক-যোগ সংক্রান্ত মামলায় রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিকের জামিনের আর্জি নিয়ে সিদ্ধান্ত স্থগিত রাখল বম্বে হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। এর আগে এদিনের শুনানিতে এনসিবি ও রিয়ার আইনজীবীরা দীর্ঘক্ষণ ধরে নিজেদের বক্তব্য পেশ করেন।
এর আগে সোমবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আদালতে হলফনামা দাখিল করে দাবি করেছে, রিয়া ও সৌভিক নামীদামী ব্যক্তি ও মাদক কারবারীদের সঙ্গে যুক্ত মাদক চক্রের সক্রিয় সদস্য। এনসিবি আরও দাবি করে, এই দুই অভিযুক্ত মাদক কেনা-বেচার প্রসার ঘটিয়েছেন এবং টাকাপয়সার যোগানও দিয়েছেন। হলফনামায় আরও বলা হয়, এই সমস্ত কারণেই এনডিপিএম-এর কঠোর ধারা ২৭-এ-র আওতায় মামলা দায়ের করা হয়েছে।
এই মামলায় দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কপূর, সারা আলি খান ও রকুল প্রীত সহ অন্য কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। এই মামলায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
রিয়াকে ৮ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল। এর আগে এনসিবি তাঁকে তিনদিন ধরে জিজ্ঞাসাবাদ করেছিল। রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ রয়েছে। ওই মামলার তদন্ত করছে সিবিআই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement