এক্সপ্লোর
Advertisement
মাদক যোগে অভিযুক্ত নন, তাও তার নাম জড়ানোয় ক্ষুব্ধ প্রভাস-অনুরাগীরা
মাদক দুনিয়ার সঙ্গে এখনও পর্যন্ত বিন্দুবিসর্গ যোগ পাওয়া যায়নি দক্ষিণী সুপারস্টার প্রভাসের।
মুম্বই: রাগিণী দ্বিবেদীর পর মাদক-যোগে গ্রেফতার হয়েছেন সজ্জনা গলরানি। মাদক দুনিয়ার সঙ্গে এখনও পর্যন্ত বিন্দুবিসর্গ যোগ পাওয়া যায়নি দক্ষিণী সুপারস্টার প্রভাসের। অথচ একাধিক ওয়েবসাইট থেকে ইউটিউব চ্যানেল লিখছে প্রভাসের নায়িকা গ্রেফতার অথবা প্রভাসের নায়িকা মাদক-চক্রে জড়িত। অকারণে প্রভাসের নাম টেনে আনায় যারপরনাই ক্ষুব্ধ তাঁর ভক্তকুল। মাদক-চক্রের সঙ্গে কোনও সংযোগ না থাকা সত্ত্বেও কেন তাঁর নাম ব্যবহার করে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটগুলি সে প্রশ্ন তুলছে তাঁরা।
সজ্জনা গলরানি গ্রেফতার হওয়ার পর লেখা হয়েছে, ‘প্রভাসের নায়িকা গ্রেফতার’। প্রভাসের সঙ্গে ‘বুজ্জিগাড়ু’-তে অভিনয় করেছিলেন তিনি। আরও একাধিক নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সজ্জনা, কিন্তু টেনে আনা হয়েছে শুধু প্রভাসের নাম। কিছু হিন্দি ওয়েবসাইট আবার লিখেছে ‘বাহুবলীর নায়িকা বড় ধরনের সমস্যায়’ পড়েছেন। কেউ আবার শিরোনামে লিখেছেন, ‘প্রভাসের নায়িকার জন্য কড়া নিরাপত্তা’।
‘বাহুবলী’-র কারণে গোটা দেশে প্রভাসের একটা আলাদা ভাবমূর্তি তৈরি হয়েছে। সেই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে খবর করার তাগিদ দেখা গিয়েছে একাধিক ক্ষেত্রে। কিন্তু সেসব যুক্তি মানতে নারাজ এই দক্ষিণী নায়কের অনুরাগীরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement