এক্সপ্লোর
কালো শিফন শাড়ি পরেই দড়ি বেয়ে গাছে উঠলেন, 'মোনালিসা বৌদি'র ভিডিও দেখেছেন?
শনিবার তাঁকে দেখা গেল কালো শিফন শাড়ি পড়ে দড়ি বাইতে। কসরত করে গাছের উপরে উঠে যাচ্ছেন মোনা। সম্ভবত এটি কোনও সিরিয়ালেরই দৃশ্য।

কলকাতা: ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো ২'-তে দর্শক মনে তুফান তুলেছেন ভোজপুরি অভিনেত্রী অন্তরা বিশ্বাস তথা মোনালিসা। এই ওয়েব সিরিজের জন্য মোনালিসা এখনও বাঙালি দর্শকের কাছে যথেষ্টই পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যাও তাক লাগানো। আর নেটিজেনদের মন রাখতে প্রতিদিনই নানারকম লাস্যময়ী ভিডিও ও ছবি পোস্ট করে থাকেন মোনালিসা। সম্প্রতি ইনস্টাগ্রামের রিলেও ভিডিও করেছেন তিনি। শনিবার তাঁকে দেখা গেল কালো শিফন শাড়ি পড়ে দড়ি বাইতে। কসরত করে গাছের উপরে উঠে যাচ্ছেন মোনা। সম্ভবত এটি কোনও সিরিয়ালেরই দৃশ্য।
'দুপুর ঠাকুরপো ২'-তে তাঁকে বৌদির ভূমিকা দেখার জন্য সাগ্রহে অপেক্ষায় করতেন দর্শকরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















