এক্সপ্লোর
এক সপ্তাহে সব কিছু পাল্টে গেল! সুশান্তের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশন পোস্ট করে লিখলেন বিস্মিত একতা
একতা লিখেছেন, ‘ঠিক হল না সুশি (প্রয়াত অভিনেতাকে এই নামেই ডাকতেন একতা)। এক সপ্তাহে সব কিছু পাল্টে গেল! কাজটা ঠিক হল না বেবি।’

মুম্বই: একতা কপূরের ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে তাঁর প্রথম পরদায় প্রবেশ। ছোট শহর থেকে উঠে আসা অভিনেতার রাতারাতি জাতীয় স্তরে পরিচিতি তৈরি হওয়া। সেই সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার খবরে শোকস্তব্ধ একতা। কয়েকদিন আগেই যিনি ‘পবিত্র রিস্তা’য় সুশান্ত অভিনীত একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সুশান্তের মৃত্যুর খবরে মর্মাহত একতা সেই পোস্টটিই ফের শেয়ার করেছেন। একতা জানিয়েছেন, সুশান্তকে প্রথমে প্রধান চরিত্রের জন্য নিতে চাননি নির্মাতারা। তবে একতাই তাঁদের রাজি করান। একতার সেই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছিলেন সুশান্তও। লিখেছিলেন, ‘আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব ম্যাডাম’। সেই কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রবিবার একতা লিখেছেন, ‘ঠিক হল না সুশি (প্রয়াত অভিনেতাকে এই নামেই ডাকতেন একতা)। এক সপ্তাহে সব কিছু পাল্টে গেল! কাজটা ঠিক হল না বেবি।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















