এক্সপ্লোর
Advertisement
কর্ণের যমজ সন্তানকে দেখতে গিয়ে একতা কপূরকে এ কী বললেন পরিচালক-প্রযোজক!
মু্ম্বই: কর্ণ জোহরের যমজ সন্তানকে দেখতে এখন প্রায় মুম্বইয়ের সব তারকাই একবার করে ঘুরে যাচ্ছেন বলিউডের এই পরিচালক-প্রযোজকের বাড়িতে। সেরকমই একদিন তাঁর বাড়িতে যান একতা কপূর। ছোট্ট দুটো মানুষকে যখন কোলে নিয়ে আদরে ব্যস্ত একতা তখনই কর্ণ তাঁকে বলেন, তোমাকে দেখেতো মনে হয় না তুমি আদও বিয়ে করতে আগ্রহী। কিন্তু এবার তোমার মা হওয়া উচিৎ! জানেন এর উত্তরে কী বললেন একতা?
একতা তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে সহাস্যে জবাব দেন তাঁরতো সন্তান রয়েছে। বালাজি প্রডাকশন হাউসটিই তাঁর সন্তান বলে দাবি করেন একতা। এরপরই তিনি বলেন, তাঁর বয়স চল্লিশের ওপর হতে পারে, কিন্তু তিনি মোটেই এখন মাতৃত্বের জন্যে প্রস্তুত নন। সত্যিই তাঁর মতো নারী বহু মেয়ের কাছেই অনুপ্রেরণা হতে পারে, কারণ শুধুমাত্র মাতৃত্ব ছাড়াও মেয়েদের আলাদা অস্তিত্ব রয়েছে। তাঁরাও জীবনে অন্য কিছুকে ধরে এগিয়ে যেতে পারেন। আর কর্ণের বাড়িতে এই সমস্ত কথোপকথনের কথা প্রযোজক নিজে মুখেই এক সংবাদপত্রকে সাক্ষাত্কার দেওয়ার সময় জানিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement