Top Social Post: রিহানা-জাহ্নবীর 'জিঙ্গাট' গানে নাচ, ট্রোলারদের সপাট জবাব জোজোর, সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
রিহানা-জাহ্নবীর একসঙ্গে নাচ, মন জয় অনুরাগীদের
১ মার্চ থেকে গুজরাতের জামনগরে শুরু হয়েছে ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের তিন দিন ব্যাপী প্রাক বিবাহ অনুষ্ঠানের। তারই প্রথম দিনে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকা রিহানা পারফর্ম করেন। গোটা ট্রুপ নিয়ে তিনি ভারতে পা রাখেন ২৯ ফেব্রুয়ারি। এই প্রথম ভারতে শো করলেন তিনি। তবে অনুষ্ঠানের পর তিনি মাতেন বিয়ের আনন্দে। হুল্লোড়ে সামিল হন ভারতীয় তারকাদের সঙ্গে। এদিন একটি ভিডিও পোস্ট করেন জাহ্নবী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানে দেখা গেল নিজের সিনেমা 'ধড়ক'-এর জনপ্রিয় গান 'জিঙ্গাট'-এ বলিউড 'ঠুমকা' দিতে শেখাচ্ছেন তিনি রিহানাকে। জাহ্নবীকে নকল করে এরপরই মঞ্চে আগুন ধরান তিনি। ভিডিও শেয়ার করে তখনও যেন ঘোরের মধ্যে অভিনেত্রী, লেখেন, 'এই ভদ্রমহিলা যেন ঈশ্বর।' ভিডিও পোস্ট হতেই শেয়ারের বন্যা। কেউ লিখলেন, 'জাহ্নবী কপূর রিহানাকে জিঙ্গাটে নাচ করাচ্ছেন! দারুণ!' একজন লিখলেন, 'অসাধারণ মুহূর্ত'। তাঁরা একসঙ্গে বেশ উপভোগ করেছেন বলাই বাহুল্য। এদিনের পারফর্ম্যান্সে নিজের একের পর এক হিট গান শোনান রিহানা। তার মধ্যে ছিল 'উই ফাউন্ড লভ'। মঞ্চে দাঁড়িয়ে এদিন হবু দম্পতিকে শুভেচ্ছা জানান গায়িকা।
View this post on Instagram
ছেলেকে নিয়ে কটাক্ষের সপাট উত্তর গায়িকা জোজোর
কিছুদিন আগে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন জোজো (Singer Jojo Mukherjee)। যাঁর গানে মুগ্ধ থাকেন আট থেকে আশি, সেই গায়িকা সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয়। যে ভিডিও তিনি পোস্ট করেন সেটি অত্যন্ত সাধারণ। কিন্তু ছেলের সঙ্গে পোস্ট করা সেই ভিডিওয় তীব্র কটাক্ষের (trolled on Facebook) শিকার হতে হয় তাঁকে। এবার সেই নিয়েই ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগরে দিলেন শিল্পী। বললেন, 'শিল্পী না হলে আপনাদের জিভ টেনে ছিঁড়ে নিতাম। তারপর আমার যা হত দেখা যেত।' কিন্তু কী এমন বলা হল তাঁকে? কেন এত রেগে গেলেন জোজো? ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একটি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন গায়িকা জোজো। সেখানে দেখা যাচ্ছে অনুষ্ঠানের আগে মেকআপ করছেন গায়িকা। আর মায়ের মেকআপের সরঞ্জাম নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করেছে তাঁর পুচকে ছেলে। ক্যাপশনে তিনি লেখেন, 'খালি মাম্মার জিনিস পছন্দ'। মজার মিষ্টি ভিডিও দেখে অনেকেই ভালবাসা পাঠিয়েছেন মা-ছেলেকে। তাঁদের খুনসুটি দেখেও আপ্লুত অনেকেই। কিন্তু সেখানেই কমেন্ট বক্স ভরেছে একাধিক কুমন্তব্যে। বেশিরভাগ ক্ষেত্রেই কটাক্ষের নিশানায় জোজোর একরত্তি ছেলে আদি। অনেকের কথায় সে যে জোজোর 'দত্তক পুত্র' তাও উঠে এসেছে। প্রবল আক্রমণের বিরুদ্ধে এবার মুখ খোলেন জোজো।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।