Top Social Post: ট্রোলের শিকার নুসরত জাহান, অরিজিতের কণ্ঠে মজলেন দীপবীর, আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার নুসরত জাহান
'সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও'। সোশ্যাল মিডিয়া খুললেই এখন একাধিক রিলের নেপথ্যে এই অডিও পাওয়া যাচ্ছে। গানও তৈরি হয়ে গিয়েছে এই কথা দিয়ে। তাতেও তৈরি হচ্ছে রিল। আসলে অনলাইনে এক পোশাক বিক্রেতা জসমিত কৌরের ভিডিও থেকে এই চারটি লাইন ভাইরাল হয়েছে। তিনি যখন সালোয়ার কামিজ দেখাচ্ছেন ক্রেতাদের, সেই সময়ে তাঁর মুখে এই কথাগুলি বারবার শুনতে পাওয়া যায়। তা এতই সুরেলা যে ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি। এই 'লুকিং লাইক আ ওয়াও' জ্বরে কাবু সাধারণ মানুষ থেকে তারকারাও। দিন তিনেক আগে হঠাৎই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে, এই ট্রেন্ডে গা ভাসিয়ে একটি রিল পোস্ট করেন 'পদ্মাবত' অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই পর্যন্ত ঠিকই ছিল। এর ঠিক একদিন পরেই বাঙালি অভিনেত্রী নুসরত জাহান একই ট্রেন্ডে গা ভাসিয়ে রিল করেন। কিন্তু তা পোস্ট হতেই কটাক্ষের ঝড়। অভিনেত্রীকে রীতিমতো তুলোধোনা করা হয়। অনেকেই প্রশ্ন ছোড়েন, তিনি কি 'দীপিকাকে নকল' করার চেষ্টা করছেন? এখানেই থামেননি নেটিজেনরা। অনেকেই কটূ ভাষায় 'বডি শেমিং'ও করেন অভিনেত্রীর। অনেকেই লেখেন, 'প্লাস্টিক সার্জারি করা ঠোঁট একেবারেই ভাল লাগছে না'। এমনকী অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্স খুললে নজরে পড়বে 'ফ্ল্যাট প্রতারণা মামলা' টেনে মন্তব্য ও কটাক্ষও।
View this post on Instagram
মঞ্চে অরিজিৎ সিংহের কণ্ঠে মোহিত রণবীর-দীপিকা, ভাইরাল ভিডিও
মুম্বইয়ে তারকা খচিত ইভেন্টের (star studded event) আয়োজন। গতরাতেই সলমন খান (Salman Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), রণবীর সিংহ (Ranveer Singh), জাহ্নবী কপূর (Janhvi Kapoor), আলিয়া ভট্ট (Alia Bhatt) প্রমুখরা একত্রিত হন এক ইভেন্টে। সেই ইভেন্টের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে মঞ্চে পারফর্ম করছেন তারকা শিল্পী অরিজিৎ সিংহ (Arijit Singh)। আর দর্শকাসনে মোহিত হয়ে শুনছেন দীপিকা-রণবীর। কর্ণ জোহরের (Karan Johar) 'কফি উইথ কর্ণ' (Koffee With Karan) অনুষ্ঠান প্রকাশ্যে আসার পর এই প্রথম দীপবীরকে একসঙ্গে দেখা গেল। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও। দীপিকা পাড়ুকোনের একটি ফ্যানপেজ থেকে দুটি ভিডিও পোস্ট করা হয়। ইভেন্টে একটি ছাইরঙা অফ-শোল্ডার ড্রেস পরে পৌঁছন অভিনেত্রী। এরপর 'আফটার পার্টি'র জন্য দেখা যায় তিনি পোশাক বদলে পরেছেন একটি কালো ল্যাটেক্স ড্রেস। যে ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে তারকা দম্পতি উপভোগ করছেন অরিজিতের কণ্ঠের জাদু। এতটি ভিডিওয় শোনা যায় গায়ক 'লাল সিংহ চাড্ডা' ছবির 'তেরে হওয়ালে' গানটি গাইছেন। পরের ভিডিওয় দেখা যাচ্ছে অরিজিতের কণ্ঠে তখন দীপিকা পাড়ুকোন অভিনীত 'তামাশা' ছবির 'অগর তুম সাথ হো' গানটি। মঞ্চের সামনে দাঁড়িয়ে রণবীর সিংহকে গায়কের প্রশংসা করতে দেখা গেল।
Deepika Padukone, Ranveer Singh and the Ambani's at the Jio World Plaza opening after party pic.twitter.com/wcn2FIvqQT
— Team DP Malaysia (@TeamDeepikaMY_) November 1, 2023
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন