এক্সপ্লোর
বলিউডে অভিষেকের আগেই হাতে তিনটি সিনেমা এল এই তারকা কন্যার!
পূজা বেদীর মেয়ে আলাইয়া এফের সঙ্গে কাজের পর ‘জওয়ানি জানেমন’ সিনেমার প্রযোজক নর্দান লাইটস ফিল্মসের জয় শেওয়াক্রমানি অভিষেককারী অভিনেত্রীকে তিনটি সিনেমার জন্য সই করালেন।

মুম্বই: পূজা বেদীর মেয়ে আলাইয়া এফের সঙ্গে কাজের পর ‘জওয়ানি জানেমন’ সিনেমার প্রযোজক নর্দান লাইটস ফিল্মসের জয় শেওয়াক্রমানি অভিষেককারী অভিনেত্রীকে তিনটি সিনেমার জন্য সই করালেন। এই চুক্তি সম্পর্কে বলতে গিয়ে শেওয়াক্রমানি বলেছেন, আমি আমার প্রবৃত্তি অনুসরণ করেছি। জওয়ানি জানেমন সিনেমায় আলাইয়ার সঙ্গে কাজের পর এবং অভিনেত্রী হিসেবে ওর উত্তরণ দেখে আমার মনে হয়েছে, এক্ষেত্রে যা প্রয়োজন তা ওর রয়েছে। শুরু থেকেই আমার মাথায় বিষয়টি ঘোরাফেরা করছিল। কিন্তু ওর সঙ্গে কাজ করার পর ওই ধারণা সম্পর্কে নিশ্চিত হয়েছি। ‘জওয়ানি জানেমন’ বাবা ও মেয়ের কাহিনী ঘিরে আবর্তিত। সিনেমায় সইফ আলি খান আলাইয়ার বাবার ভূমিকায় অভিনয় করেছেন।
নিতিন কক্কর পরিচালিত এই সিনেমায় দেখা যাবে টব্বুকেও। আগামী ২৯ নভেম্বর মুক্তি পাবে এই সিনেমা।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















