এক্সপ্লোর
Advertisement
স্বজনপোষণ:ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের নিজস্ব অভিজ্ঞতা রয়েছে, অন্যের উচিৎ সেটা সম্মান করা, অনুষ্কা
মুম্বই: বলিউড ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার ছাড়া নিজস্ব একটা স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন অনুষ্কা শর্মা। তাঁর অভিনয় প্রতিভা নিয়ে কোনও প্রশ্ন কারও মনে থাকা উচিৎ নয়। সম্প্রতি শুরু করেছেন নিজের প্রযোজনা সংস্থাও। তাঁর প্রযোজন সংস্থার প্রথম ছবি 'এনএইচ-১০'-এ অনুষ্কার অভিনয় প্রশ্নাতীত ভাল। সেইরকম একজন অভিনেত্রীর স্বজনপোষণ নিয়ে কী বক্তব্য জানেন?
তাঁর কথায় ইন্ডাস্ট্রিতে এক একজনের অভিজ্ঞতা এক একরকম। প্রত্যেকে আলাদা ট্রিটমেন্ট পান। যশ রাজ ফিল্মসের ব্যানারে প্রথম রুপোলি পর্দায় পা রাখেন অনুষ্কা। অভিনেত্রীর কথায়, এই প্রযোজনা সংস্থা প্রতিভার চেয়ে বেশি গুরুত্ব কোনও কিছুকেই দেয় না। তাই বলিউডে পা রাখার সময় স্বজনপোষণ নামক এই বিষয়টিকে নিয়ে তিনি কোনও মাথাই ঘামাননি।
তবে তিনি স্বজনপোষণের শিকার না হলেও, ইন্ডাস্ট্রিতে আরেকজন সেই অভিজ্ঞতার সামনে পড়তে পারেন না, সেটা মোটেই মনে করেন না অনুষ্কা। তাঁর কথায় প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা, এবং সকলের উচিৎ তাঁদের সহকর্মীর ভাবনাকে সম্মান করা। আগামী ৪ অগাস্ট মুক্তি পাচ্ছে অনুষ্কার ছবি 'জব হ্যারি মেট সেজল'। সেই ছবির প্রচার নিয়েই এখন ব্যস্ত রয়েছেন অনুষ্কা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement