এক্সপ্লোর
Advertisement
প্রাক্তন প্রতিদ্বন্দ্বী! সোনামের বিয়েতে হয়তো থাকতে পারবেন না দীপিকা পাড়ুকোন
বলিউডের এখন সবচেয়ে বড় খবর অনিল কপূরের মেয়ে সোনাম কপূরের বিয়ে। টিনসেল টাউনের বহু মহাতারকারই সেই বিয়েতে উপস্থিত থাকার কথা। কপূর পরিবারের হাভেলিও এই বিয়ের আনন্দে মেতে উঠেছে। তবে শোনা যাচ্ছে এই বিয়েতে হয়তো উপস্থিত থাকতে পারবেন না ইন্ডাস্ট্রির বর্তমানের ব্যস্ত এবং বিখ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
কেন হঠাত সোনামের বিয়ে এড়িয়ে যেতে চাইছেন দীপিকা? সূত্রের খবর, পুরনো সময় দুজনের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। নানা ব্যক্তিগত ও পেশাগত কারণেই দুজনে একে অপরকে পছন্দ করতেন না। মাঝে সেই চিড় ধরা সম্পর্ক কিছুটা মেরামতের চেষ্টাও করেছিল দুপক্ষ। তবে সেটা যে সম্পূ্র্ণই ওপর ওপর, সেটা দুজনের সম্পর্কের শীতলতা থেকে বোঝা যায়।
সূত্রে তরফে জানা গিয়েছে, দীপিকার ওই বিয়ের সময়ই নিউইর্য়কে মেট গালায় অংশ নেওয়ার কথা। সম্ভবত সেই অনুষ্ঠানেই অংশ নেবেন দীপিকা। তারপরই ১০ মে কান-এর রেড কার্পেটে হাঁটার কথা দীপিকার। কাজেই এতটা ব্যস্ত শিডিউলের মধ্যে কোনওভাবেই বন্ধু সোনামের বিয়েতে কতটা যেতে পারবেন দীপিকা সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
প্রসঙ্গত, কফি উইথ কর্ণ-এর এক শো থেকে দুজনের এই ঠাণ্ডা লড়াইয়ের শুরু। দীপিকার ফ্যাশন সেন্সকে কটাক্ষ করেছিলেন সোনাম। তবে সোনামের সেই কটাক্ষের যোগ্য জবাবও দিয়েছিলেন দীপিকা। তবে পরে সেই মন কষাকষি নিজেই মিটিয়ে নিয়েছিলেন সোনাম।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement