Fatafati: ক্যামেরার সামনে আবির-ঋতাভরী জুটি, শ্যুটিং শুরু 'ফাটাফাটি'-র
Fatafati: এই ছবির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধছেন দুই অভিনেতা ও প্রযোজনা সংস্থা। ঋতাভরীর সঙ্গে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এবং আবীরের সঙ্গে 'মনোজদের অদ্ভুত বাড়ি' ছবির পর এই দ্বিতীয়বার উইন্ডোজ জুটি বাঁধছে
কলকাতা: এপ্রিলের শেষে প্রচন্ড গরমে যখন কার্যত কাহিল কলকাতা, তখন জোরকদমে শুরু হল 'উইন্ডোজ'-এর নতুন ছবির শ্যুটিং। 'ফাটাফাটি'। অরিত্র মুখোপাধ্যায় পরিচালনায় এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)।
শ্যুটিং শুরু 'ফাটাফাটি'-র
এই ছবির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধছেন দুই অভিনেতা ও প্রযোজনা সংস্থা। ঋতাভরীর সঙ্গে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এবং আবীরের সঙ্গে 'মনোজদের অদ্ভুত বাড়ি' ছবির পর এই দ্বিতীয়বার উইন্ডোজ জুটি বাঁধছে। আজ শুরু হল এই ছবির শ্যুটিং। উইন্ডোজ-এর তরফ থেকে ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে 'ফাটাফাটি'-র শ্যুটিং শুরু করার কথা জানানো হয়েছে। ঋতাভরী ও আবির ছাড়াও এই ছবিতে রয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। 'উইন্ডোজ' (Windows)-এর ঘরে এই প্রথম কাজ স্বস্তিকার।
আরও পড়ুন: New Bengali Movie: নিখোঁজ বনির সন্ধানে কৌশানী, 'অন্তর্জাল' ছবিতে ফের একসঙ্গে টলি-জুটি
'ফাটাফাটি' ছবিতে ঋতাভরীর বিপরীতে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়। এর আগে বিজ্ঞাপনী শ্যুটে কাজ করেছিলেন একসঙ্গে। প্রথমবার বড়পর্দায় আবীরের সঙ্গে কাজের অফার পেয়ে কেমন লেগেছিল? ঋতাভরী বলছেন, 'অনেকে অভিনেতাই মহিলাকেন্দ্রিক ছবি শুনলে পিছিয়ে আসেন। 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতেও আমার নায়ক খুঁজে পেতে বেশ সমস্যা হয়েছিল। আমার মনে হয়, যদি শাহরুখ খান কোনও মহিলাকেন্দ্রিক চরিত্রে অভিনয় করেন, তাহলে কী তাঁর মাহাত্ম্য কমে যাবে? যাবে না। এই ছবির নায়কের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছবির চিত্রনাট্য শুনে আবীর চট্টোপাধ্যায় রাজি হন করতে। বলেছিলেন, ওঁর নিজের জীবনে, নিজের স্ত্রীকে নিয়েও কটাক্ষের শিকার হতে হয়েছে অনেক সময়। তাই এই বিষয়বস্তুর ওপর কাজ করতে আগ্রহী ও। ওর ডেট পাওয়ার জন্যই শ্যুটিংটা একটু পিছিয়েছে। তার জন্য আমায় ফোন করে সরি-ও বলেছে আবীর।'