এক্সপ্লোর
Advertisement
পদ্মাবতের সেটে নিজেকে একজন বাইরের লোক বলে মনে হয়েছে, কেন এমন বলেন শাহিদ কপূর
মুম্বই: সঞ্জয় লীলা বনশালির পদ্মাবত অবশেষে মুক্তি পেয়েছে পর্দায়। রণবীর সিংহ অভিনীত আলাউদ্দীন খিলজির চরিত্র যেমন সকলের প্রশংসা কুড়িয়েছে, তেমনই প্রশংসা পেয়েছেন পদ্মাবতী রূপী দীপিকা। পিছিয়ে নেই চিত্তৌরের রাজা মহারাওয়াল রতন সিংহও। ওই চরিত্রে দেখা গিয়েছে শাহিদ কপূরকে। সূত্রের খবর, পরিচালক বনশালি অনস্ক্রিনে তাঁর চিত্রনাট্যের একটি জুটি নিয়ে খুবই যত্নশীল ছিলেন। সেটা হল রণবীর-দীপিকার জুটি। প্রসঙ্গত, রামলীলা এবং বাজিরাও মস্তানি ছবিতেও এই জুটি নিয়ে কাজ করেছেন বনশালি। তাই তাঁর আবেগও ছিল একটু অন্যরকম।
পদ্মাবত ছবিতে যেহেতু খিলজি এবং রানি পদ্মাবতীর চরিত্রের বেশি গুরুত্ব ছিল, তাই শাহিদকে প্রশ্ন করা হয়, তিনি এই ছবিতে কাজ করতে রাজি কেন হলেন? শাহিদ জানিয়েছেন, চিরকালই তিনি চলচ্চিত্র পরিচালকদের প্রিয়, এই প্রথম তাঁর মনে হয়েছে, ছবিতে তিনি একজন বাইরের লোকের মতো কাজ করেছেন। কিন্তু পরিচালক বনশালির কৃতিত্বে তিনি অবশেষে সেই শক্ত প্রাচীরও ভেঙে ফেলেন।
শাহিদ পরিচালক প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, বনশালি স্যর কখনও এটাই ভাবেন না যে তাঁর টিম মধ্যরাতে শ্যুট করছেন, না ভোর চারটের সময়! টানা ৮২ দিন কাজ করে চলেছে কিনা, এসব নিয়ে পরিচালকের কোনও মাথাব্যথা নেই। তিনি তাঁর টিমে কাজ করা সকলের থেকে শুধু সেরাটা বের করে নিতে জানেন। আর দর্শকরা বনশালির আগের দুটি ছবিতে রণবীর-দীপিকার প্রেমের রসায়ন দেখেছেন। এবার তাঁরা দেখলেন মহারাওয়াল রতন সিংহ এবং রানি পদ্মাবতীর প্রেম, যা ছিল অত্যন্ত গাঢ়। শাহিদ মনে করেন তিনি তাঁর চরিত্রকে সঠিকভাবেই উপস্থাপন করতে পেরেছেন দর্শকদের সামনে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement