Hiraan Chatterjee : বারাণসীর ঘাটে চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ চট্টোপাধ্যায় ?
Tollywood Actor : সোশ্যাল মিডিয়া অভিনেতা বিয়ের ছবি দিতেই অনেকেই তাতে লাইক ও কমেন্ট করেন।

কলকাতা : সাতপাকে বাঁধা পড়লেন হিরণ চট্টোপাধ্যায় ? দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা ? বিয়ের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন হিরণ। পাত্রী ঋতিকা গিরি বলে শোনা যাচ্ছে। বারাণসীর ঘাটে চার হাত এক হয়ে যায় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা বিয়ের ছবি দিতেই এনিয়ে চর্চা শুরু হয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকের বক্তব্য, অভিনেতা-রাজনীতিক বিয়ে সেরেছেন। হিরণের প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।
View this post on Instagram
দীর্ঘদিন অভিনয় জগতে দেখা যায়নি তাঁকে। এনিয়ে একসময় দীর্ঘ চর্চা চলেছিল। ২০২৩ সালে ABP Ananda-র সঙ্গে এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে এনিয়ে মুখ খুলেছিলেন হিরণ। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, গুঞ্জন, ইন্ডাস্ট্রি দেবময়। তাই ছবি পান না হিরণ। এটা কী সত্যি? উত্তরে হিরণ বলেছিলেন, ' না। না। এসব আমি জানি না। দেব তো আমার আগে সিনেমা করেছেন। আমি তো পরে এসেছি ইন্ডাস্ট্রিতে। কিন্তু তা সত্ত্বেও 'নবাব নন্দিনী' হিট করেছে। 'ভালবাসা ভালবাসা ' দেব করেনি, আমি করেছি, হিট করেছে।' বর্তমান সময়ে তিনি সক্রিয় রাজনীতিতে রয়েছেন। রাজ্য বিধানসভার সদস্য থাকাকালীনই গতবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরণ। তৃণমূলের তারকা সাংসদ তথা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে ঘাটালে লড়াই করেন টলিউড থেকে উঠে আসা এই তারকা রাজনীতিক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। রাজনীতির ময়দানে সম্মুখ সমরে বাংলার দুই অভিনেতা। তাও আবার একই লোকসভা কেন্দ্রে (Loksabha Election 2024) একে অপরের বিপক্ষে লড়াই। যা নিয়ে সমানে বাকযুদ্ধ চলে। যদিও হেরে যান হিরণ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য ঘাটালে জয়ী হন দেব। এখন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ।
দিনকয়েক আগেই খবরের শিরোনামে উঠে আসেন হিরণ। দল বললে খড়গপুর থেকেই ফের ভোটে লড়বেন বলে দলে সক্রিয় হয়েই মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। গত লোকসভা ভোটে নিজের আসন বদল নিয়েও সরব হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পাশাপাশি আসন বদল নিয়ে পরোক্ষভাবে নিশানা করেন খড়গপুরের বর্তমান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। উত্তর দেন হিরণও।
২০২১ সালে খড়গপুর সদর আসন থেকে জিতে বিজেপির বিধায়ক হন হিরণ চট্টোপাধ্য়ায়। এবার দিলীপ ঘোষের মুখে খড়গপুরের কথা উঠে আসতেই, কড়া প্রতিক্রিয়া দেন তিনি। হিরণ বলেন, "পার্টিতে কেউ কখনও ইচ্ছা প্রকাশ করে বলতে পারে না যে, আমি অমুক জায়গা থেকে দাঁড়াব। তাহলে তো কোনও গণতন্ত্র থাকবে না।"






















