Filmfare OTT awards 2021: 'ফিল্মফেয়ার ওটিটি'-তে বাজিমাত 'স্ক্যাম ১৯৯২'-এর, পুরস্কারের সংখ্যায় দ্বিতীয় 'দ্য ফ্যামিলি ম্যান ২'
Filmfare OTT awards 2021: ১৯৯২ সালে ভারতীয় স্টক মার্কেটে যে প্রতারণা হয়েছিল সেই নিয়ে তৈরি 'স্ক্যাম ১৯৯২'। প্রভূত প্রশংসিত ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান'-এর দ্বিতীয় সিজন হল 'দ্য ফ্যামিলি ম্যান ২'।
নয়াদিল্লি: বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তৈরি হওয়া একাধিক ছবি ও ওয়েব সিরিজকে সম্মানিত করতে এই বছর অনুষ্ঠিত হল 'দ্য ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২১' (The Filmfare OTT Awards 2021)। সেখানেই ছক্কা হাঁকাল প্রতীক গাঁধী (Pratik Gandhi) অভিনীত হর্ষদ মেহতার (Harshad Mehta) জীবনের ওপর তৈরি 'স্ক্যাম ১৯৯২' (Scam 1992)। এছাড়া একাধিক পুরস্কার পেল মনোজ বাজপেয়ীর 'দ্য ফ্যামিলি ম্যান ২' (Manoj Bajpayee's 'The Family Man 2')। সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার পেয়েছে এই দুই ওয়েব সিরিজ।
১৯৯২ সালে ভারতীয় স্টক মার্কেটে যে প্রতারণা হয়েছিল সেই নিয়ে তৈরি 'স্ক্যাম ১৯৯২'। মুখ্য চরিত্র অর্থাৎ স্টক ব্রোকার হর্ষদ মেহতার চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক গাঁধী। হর্ষদ মেহতার জীবনের গল্প, তাঁর ঊত্থান ও পতন, সবটাই দেখানো হয়েছে। শুধু সমালোচকরাই নন, এই সিরিজের প্রশংসা করেছিলেন দর্শকেরাও। ২০২০ সালের ৯ অক্টোবর, সিরিজ মুক্তির পর থেকে প্রশংসাই পেয়েছে। এমনকী সোনি লিভের সবচেয়ে দেখা অন্যতম সিরিজ এটি।
প্রভূত প্রশংসিত ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান'-এর দ্বিতীয় সিজন হল 'দ্য ফ্যামিলি ম্যান ২'। যেখানে মনোজ বাজপেয়ীকে একজন 'আন্ডার কভার অফিসার' হিসেবে দেখানো হয়েছে। 'ফিল্মফেয়ার ওটিটি'-তে মোট ৬টা পুরস্কার পেয়ে দ্বিতীয় স্থানে এই সিরিজ। মনোজ বাজপেয়ী পেয়েছেন 'বেস্ট অ্যাক্টর ক্রিটিকস অ্যাওয়ার্ড' অর্থাৎ সমালোচকদের বিচারে তিনি শ্রেষ্ঠ অভিনেতা। অন্যদিকে ড্রামা সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা উঠল সামান্থা রুথের মাথায়।
রইল এই বছরের আরও কিছু বিজয়ীদের তালিকা (Check out this year's list of winners here)
ড্রামা সিরিজের শ্রেষ্ঠ অভিনেত্রী - হুমা কুরেশী (মহারানি)
সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ অভিনেতা - মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান)
ড্রামা সিরিজের শ্রেষ্ঠ অভিনেত্রী - সামান্থা রুথ (দ্য ফ্যামিলি ম্যান)
সিরিজের শ্রেষ্ঠ অভিনেতা - প্রতীক গাঁধী (স্ক্যাম ১৯৯২)
সিরিজের শ্রেষ্ঠ পরিচালক - হংসল মেহতা (স্ক্যাম ১৯৯২)
শ্রেষ্ঠ অরিজিন্যাল সাউন্ডট্র্যাক - অচিন্ত ঠক্কর (স্ক্যাম ১৯৯২)
শ্রেষ্ঠ কস্টিউম - স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন - স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ নেপথ্য সঙ্গীত - স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ সম্পাদনা - স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ ভিএফএক্স - স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার - স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ অরিজিন্যাল গল্প - ফ্যামিলি ম্যান
শ্রেষ্ঠ সংলাপ - স্ক্যাম ১৯৯২
শ্রেষ্ঠ অরিজিন্যাল স্ক্রিনপ্লে - দ্য ফ্যামিলি ম্যান ২
শ্রেষ্ঠ অ্যাডাপটিভ স্ক্রিনপ্লে - স্ক্যাম ১৯৯২
সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ সিরিজ - মির্জাপুর, সিজন ২
আরও পড়ুন: Vicky-Katrina Wedding: 'পরজায়ি জী' ক্যাটরিনাকে পরিবারে স্বাগত জানালেন অভিনেতা সানি কৌশল