Ahmedabad Plane Crash: কোন ভুলে ঘটল এই ভয়াবহ বিমান দুর্ঘটনা ? পেশাগত অভিজ্ঞতা থেকে কী জানালেন 'ফ্লাইং বিস্ট' গৌরব তানেজা ?
Gaurav Taneja on Ahmedabad Plane Crash: গৌরব তানেজা পেশায় একসময় একজন দক্ষ বাণিজ্যিক বিমানচালক ছিলেন। আমেদাবাদের এই দুর্ঘটনার পরেই এর কারণ সম্পর্কে বিশদে আলোচনা করে একটি পোস্ট দেন তিনি।

Gaurav Taneja: ১২ জুন বৃহস্পতিবার আমেদাবাদে এয়ার ইন্ডিয়া বোয়িং বিমানে (Ahmedabad Plane Crash) মর্মান্তিক দুর্ঘটনার পরে গৌরব তানেজা ওরফে ফ্লাইং বিস্ট (Flying Beast) এই মারাত্মক ঘটনা সম্পর্কে নিজের পেশাগত অভিজ্ঞতা শেয়ার করেছেন (Gaurav Taneja) এবং কোন ভুলে ঘটেছে এই দুর্ঘটনা তা সম্পর্কে আলোকপাত করেছেন।
গৌরব তানেজা পেশায় একসময় একজন দক্ষ বাণিজ্যিক বিমানচালক ছিলেন। আমেদাবাদের এই দুর্ঘটনার পরেই এক্স হ্যান্ডলে এই দুর্ঘটনা সম্পর্কে এবং এই দুর্ঘটনার কারণ সম্পর্কে বিশদে আলোচনা করেন। একটি পোস্ট শেয়ার করেন তিনি আর তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
কী লিখেছেন গৌরব তানেজা
এই এক্স হ্যান্ডলের পোস্টে গৌরব তানেজা লিখেছেন যে, 'দুর্ঘটনা দেখে মনে হচ্ছে যে বিমানটি উড়ান নেওয়ার পরে দুটি ইঞ্জিনই বিকল হয়ে গিয়েছিল। সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাট ছাড়া আরও কোনও কারণেই এত আধুনিক এই বিমান টেক অফের পরেই মাটিতে আছড়ে পড়তে পারে না। বিমানে থাকা সকলের জন্য প্রার্থনা করছি।' গৌরব তানেজার এই বিবৃতি দ্রুত সাধারণ মানুষ এবং বিমান পরিষেবায় উৎসাহীদের দৃষ্টি আকর্ষণ করে। একটি আধুনিক বিমানে কীভাবে এই ধরনের যান্ত্রিক ত্রুটি ঘটতে পারে তা নিয়েই আলোচনা চলতে থাকে সমাজমাধ্যমে। ডুয়াল ইঞ্জিনের ব্যর্থতা, বিশেষ করে টেক অফের মত গুরুত্বপূর্ণ পর্যায়ে বিমান চালনার সময় প্রায় অসম্ভব বলে মনে করা হয়।
এই পোস্টের কমেন্টে এক অনুরাগী যখন প্রশ্ন করেন যে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কতটা, এর উত্তরে গৌরব তানেজা লেখেন, 'খুব, খুব, খুবই বিরল এই ঘটনা। একজন পাইলট যখন ৬০০ ফুট উঁচুতে ওঠার পরে দুটি ইঞ্জিনকেই বন্ধ হয়ে যেতে দেখেন, আর তাঁর সামনে উঁচু বাড়ি থাকে, তখন তাঁর কিছুই করার থাকে না।'
Looks like a Dual Engine Failure after Take Off.
— Gaurav Taneja (@flyingbeast320) June 12, 2025
Nothing short of a complete power loss can force an modern aircraft into that kind of sink rate, right after take off.
Praying for everyone on board #AirIndiaCrash
নিজের প্রশিক্ষণের অভিজ্ঞতা শেয়ার করেছেন গৌরব তানেজা
নিজের অভিজ্ঞতা থেকে গৌরব তানেজা বলেন, 'এই রকম একটি বিশালাকায় বিমান ধ্বংস হতে দেখে আশ্চর্য হলাম। এটা একজন পাইলটের কাছে দুঃস্বপ্ন। আমরা এমন একটা সিমুলেটর সেশনে গিয়েছিলাম যেখানে আমাদের প্রশিক্ষক ডুয়াল ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার মিথ্যে পরিস্থিতি তৈরি করেন এবং সেই অবস্থায় বিমানকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা লড়াই করতে থাকি। পরে যদিও প্রশিক্ষক সিমটি বন্ধ করে দেন, জানান যে এটি কেবল একটি প্রদর্শনী ছিল। কিন্তু বাস্তব জীবনে এরকম ঘটবে তা কল্পনাও করতে পারছি না'।
গৌরব তানেজা একসময় বাণিজ্যিক বিমান চালাতেন আর তারপরে সেই পেশা থেকে এখন সম্পূর্ণরূপে ডিজিটাল ক্রিয়েটর হিসেবে নিজে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাঁর অ্যাভিয়েশন কমেন্ট্রির জন্য তিনি বহুল সমাদৃত।
ঋণ: এবিপি লাইভ






















