এক্সপ্লোর

Top Entertainment News Today: মা কালীর বেশে সোহাগ, আলোলিকাকে বিশেষ সম্মান ইস্টবেঙ্গল ক্লাবের, বিনোদনের সারাদিন

Top Entertainment News Today: গোটা দিন সারা দেশে বিনোদন দুনিয়ার একাধিক ঘটনা ঘটেছে। দিনের শেষে এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন খবর নজর কাড়ল।

কলকাতা: 'সোহাগ চাঁদ' (Sohag Chand) ধারাবাহিকে নয়া মোড়, মা কালীর (Maa Kali) বেশে দেখা মিলবে নায়িকার। 'কেবিসি' প্রতিযোগী (KBC Contestant) আলোলিকা ভট্টাচার্য গুহকে (Alolika Bhattacharjee Guha) ইস্টবেঙ্গল ক্লাব থেকে সদস্যপদ দেওয়ার চিন্তা। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।

'ডাঙ্কি' মুক্তির আগেও বৈষ্ণোদেবীর শরণে শাহরুখ

মনের ইচ্ছে পূরণের জন্য মাতা বৈষ্ণোদেবীর দর্শন করেন অনেকে। বলিউড বাদশাও এর ব্যতিক্রম নন। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার মাতা বৈষ্ণো দেবীর দরবারে পৌঁছলেন শাহরুখ খান। বছর শেষে বড়দিনের আবহেই মুক্তি পাচ্ছে শাহরুখের নতুন ছবি 'ডাঙ্কি'। তার আগেই সুপারস্টার গেলেন জয় মাতা দি দর্শনে। এর আগেও এ বছর একাধিকবার মাতার দর্শনে এসেছিলেন শাহরুখ। এ বছর নিজের ছবি মুক্তির আগে-আগেই দেবীকে প্রণাম জানাতে যান বলিউড বাদশা। এই বছর এই নিয়ে  তৃতীয়বার বাদশা আসেন বৈষ্ণো-মাতার দরবারে।  চলতি বছরের জানুয়ারিতে 'পাঠান' এবং সেপ্টেম্বরে 'জওয়ান' মুক্তির আগে তিনি বৈষ্ণোদেবী দর্শন করেছিলেন। মা বৈষ্ণো দেবীকে ছবির সাফল্যের জন্য প্রার্থনা জানাতেই সম্ভবত তিনি আসেন দেবীর দরবারে। 

'দাদাগিরি'র মঞ্চে বিয়ে প্রসঙ্গে কী বললেন সাবিত্রী?

মঙ্গলবার, জি বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হল 'দাদাগিরি'র নতুন পর্বের প্রোমো। মঞ্চে হাজির হতে চলেছেন গোটা 'প্রধান' ছবির টিম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঞ্চালনায় এদিন অনুষ্ঠানে এদিন একের পর এক গুগলি, বাউন্সার সামলাবেন দেব (Dev), সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতাশঙ্কর, সোহম চক্রবর্তী, সৌমিতৃষা কুণ্ডু, অম্বরীশ ভট্টাচার্য, রোহিত মুখোপাধ্যায়ের মতো তাবড় তারকারা। মঙ্গলবার প্রকাশিত প্রোমোতেই আভাস মিলল হাসি-ঠাট্টা-আড্ডার। সাবিত্রী চট্টোপাধ্যায়ের মুখেই জানা গেল তাঁর জন্য নাকি পরাণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধ এসেছিল। কী বললেন তিনি? প্রোমোতে শোনা যাচ্ছে, সাবিত্রী চট্টোপাধ্যায় বলছেন, 'আমার যখনই একটুখানি কাউকে ভাল লেগেছে, তিন দিনের মাথায় শুনেছি তাঁর বউ আছে'। এই শুনে হাসিতে ফেটে পড়েন মহারাজ। এখানেই শেষ নয়। ঝলমলে হাসি পরাণ বন্দ্যোপাধ্যায়ের মুখেও, যা একেবারেই নজর এড়ায়নি সৌরভের। সেই শুনে পরাণের দিকে দেখিয়ে সাবিত্রী ফের বলেন, 'আমার জন্যও সম্বন্ধ এসেছিল। অনেক চেষ্টা করেছিলাম। বিয়ে আর করা হল না।' পাশ থেকে সৌরভ বলে ওঠেন, 'কী করলে পরাণ দা?' ততক্ষণে অবশ্য সাবিত্রীর এই খুনসুটি-ভরা গল্প শুনে দেব থেকে মমতাশঙ্কর, হেসে খুন প্রত্যেকে। 

'অ্যানিম্যাল' ছবির প্রচারে রণবীরের দিকে একদৃষ্টে তাকিয়ে তৃপ্তি!

'অ্যানিম্যাল' (Animal) অভিনেত্রী তৃপ্তি দিমরি (Tripti Dimri) সম্প্রতি তাঁর চরিত্র নিয়ে বিতর্কের মুখে প্রতিক্রিয়া জানান নিজের। সেই আবহেই আবার ভাইরাল হয়েছে (Viral Video) তাঁর আরও একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ছবিরই একটি প্রচার অনুষ্ঠানে রণবীরের (Ranbir Kapoor) দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন অভিনেত্রী। এই ভিডিও ক্লিপ প্রচণ্ডভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই অভিজ্ঞতা সম্পর্কেও কথা বলেন অভিনেত্রী। 'অ্যানিম্যাল' মুক্তির আগে একটি প্রচারে একসঙ্গে পোজ দিতে তৈরি হচ্ছিলেন ছবির গোটা টিম। সেই সময়েরই একটি ভিডিও হয়েছে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে রণবীর কপূর সামনে দাঁড়িয়ে কারও সঙ্গে কথা বলছেন। আর এই গোটা সময়টা সামনে দাঁড়ানো তারকাকে একদৃষ্টে দেখছেন অভিনেত্রী। মুগ্ধ সেই দৃষ্টি, আশেপাশে কী হচ্ছে তার কোনও খেয়ালই নেই অভিনেত্রীর। সেই মুহূর্তের প্রসঙ্গে বলতে গিয়ে জানান যে অত তারকার সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে পেরে খানিক নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় সকলেই ছবি তোলার পোজ দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু তৃপ্তি সেখানেই এতই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে পরের দিন অভিনেত্রীর বাবা ফোন করেন তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা স্ক্রিনিংয়ে ছিলাম। আর গোটা কাস্টের শ্যুট করতে চাইছিলেন ওঁরা। 'অ্যানিম্যাল' ছবির পুরো কাস্টকে একসঙ্গে চাইছিলেন তাঁরা। আর সেখানে লোকজন কথা বলে চলেছেন। আর উনি (রণবীর কপূর) ঠিক আমার সামনে দাঁড়িয়ে কারও সঙ্গে একটা কথা বলছিলেন। তো আমার সামনে দাঁড়িয়ে কেউ যদি কারও সঙ্গে কথা বলে তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনার চোখ সেই মানুষটার দিকে চলেই যাবে।'

আলোলিকাকে সদস্যপদ দেওয়ার ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের

মালবাজারের মেয়ে, কলকাতার বউমা। তিনি আলোলিকা ভট্টাচার্য গুহ (Alolika Bhattacharjee Guha)। তিনিই সেই বাঙালি মেয়ে, যিনি নিজের প্রাণখোলা হাসি, সারল্য ও অনর্গল কথায় মন গলিয়েছেন বলিউডের শাহেনশাহর (Amitabh Bachchan)। জনপ্রিয় ক্যুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র (Kaun Banega Crorepati) হটসিটে বসে দিয়েছেন একের পর এক প্রশ্নের উত্তর। তারপর হয়েছেন ভাইরাল। এবার তাঁকে বিশেষ 'সম্মান' দিতে প্রস্তুত ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Club)। আলোলিকাকে সদস্যপদ (membership) দিতে চায় লাল-হলুদ। আলোলিকার সারল্যে মুগ্ধ ইস্টবেঙ্গল ক্লাব। খবর মেলে তাঁকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে সদস্যপদ দেওয়ার কথা ভাবা হচ্ছে। এই ব্যাপারে এবিপি লাইভের তরফে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমরা ওঁকে ফোন করেছিলাম। কথা হয়েছে আমার সঙ্গে। সেই একই হাসি, তার ভিতরে সেই সারল্য, খুব মুগ্ধ হয়েছি আমরা। আমার নাম শুনে সঙ্গে সঙ্গে আলোলিকা বলেন, 'আমিও বাঙাল এবং ইস্টবেঙ্গল সমর্থক। আমার স্বামীও খেলাধুলো ভীষণ ভালবাসেন। আপনাকে ও চিনতে পারবে।' আমি সপরিবারে ওঁদের আমন্ত্রণ জানিয়েছি, ওঁদের ৪ বছরের সন্তানকে নিয়ে আসতে বলেছি।' তিনি আরও বলেন, 'আমি বলেছি ওঁকে আসতে। হাসিটা তো আমাদের পৃথিবী থেকেই প্রায় হারিয়ে গেছে। হাসিও স্পোর্টসের একটা অঙ্গ। যত হাসবে তত ফুসফুস পরিষ্কার হয়। তাই ওঁকে বলেছি, 'তুমি এসো, তোমাকে আমরা সদস্য করতে চাই।' আমার সঙ্গে এই কথা হয়েছে। ও কথা দিয়েছে একদিন ফোন করে আসবে।'

আরও পড়ুন: Rajinikanth Birthday: মরাঠি যুবক শিখেছিলেন তামিল! কীভাবে শিবাজি থেকে হয়ে উঠলেন 'থালাইভা'?

মা কালীর বেশে সোহাগ...

কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ' (Sohag Chand)। এই ধারাবাহিক প্রায়ই একাধিক সামাজিক বার্তা নিয়ে আসে দর্শকের সামনে। এবার সেই ধারাবাহিকে নাকি আবির্ভাব হবে স্বয়ং মা কালীর (Maa Kali)? বুঝলেন না তো? 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে এখন 'কমেডি অফ কনফেশনস' (Comedy Of Confessions)। একের পর এক মজার মোড়কে খুলবে জট, নয়া মোড় নেবে গল্প। আর মা কালী? নতুন মেকওভারে দেখা যাবে সোহাগকে। তাঁর লুক রইল এবিপি লাইভে, এক্সক্লুসিভ। সোহাগ, ধারাবাহিকের 'নায়ক', নিজেকে পুলিশ স্টেশনে খুঁজে পায়। তার দোষ কী? তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি এমন একটি ম্যাজিক করেছে যার ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে। এই সময়েই আবার দুর্দান্ত সেই 'বিপর্যয় জুটি'র আবির্ভাব ঘটে, দুর্জয় ও মল্লিকা। সোহাগের জীবনকে রহস্যে মোড়া সিটকমে পরিণত করার সিদ্ধান্তে তাঁরা একেবারে অটল। কিন্তু কুছ পরোয়া নেই! চাঁদ, শহরের জিনিয়াস, তার মাথায় রয়েছে এক নতুন পরিকল্পনা। স্ত্রীকে বাঁচাতে এমন ফন্দি এঁটেছে চাঁদ, যে তা যে কোনও বলিউড ছবির প্লটকেও টেক্কা দিতে পারে। সোহাগ তার বুদ্ধিমত্তার গোপন অস্ত্র কাজে লাগিয়ে মা কালীর রূপে  সজ্জিত হয়ে ওঠে। এবার কল্পনা করুন, নিজের হাতে যা ছিল তা দিয়েই তৈরি মা কালীর মতো রূপসজ্জায় সোহাগ। মা কালীর একনিষ্ঠ ভক্ত এবার নিজেই তাঁর মতো শক্তি সঙ্গে করে আসল দোষীদের মুখোমুখি। এই দৃশ্য রীতিমতো হাসির ফোয়ারা ছোটায়, কারণ প্রতারক অপরাধী, এমন মা কালীর ক্রোধের মুখোমুখি হয়ে সমস্ত সত্যি কথা উগরে দেয়। কে জানত যে ঐশ্বরিক হস্তক্ষেপ এমন বিনোদনমূলক হতে পারে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Jawhar Sircar: 'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
Kolkata Accident News: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar: RG কর-কাণ্ডে অব্যাহত পথে প্রতিবাদ। চিকিৎসক খুনের বিচার চেয়ে বাবুঘাটে জ্বলল হাজার প্রদীপRG Kar News: ডাক্তার খুনে তোলপাড়ের মধ্যেই আর জি কর মেডিক্যালে হুমকির অভিযোগ | ABP Ananda LIVEKunal Ghosh: অনেকে বসে থাকে শকুনের মতো, কোনও দুর্ঘটনা ঘটলে সেটাকে নিয়ে কতটা অশান্তি করা যায়: কুণালRG Kar: রাত দখল, ভোর দখলের পর বিচারের দাবিতে মহামিছিলের শেষে জুনিয়র ডাক্তারদের ধর্মতলায় মহাসমাবেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jawhar Sircar: 'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
'চাপাতির মতো সরকার বদলায় অন্য রাজ্য, আমাদের রাজনৈতিক ভুল হয়েছে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য জহরের
Kolkata Accident News: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু
RG Kar News: 'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
'তিলোত্তমা যেদিন বিচার পাবে, সেদিন উৎসব হবে', মাঝরাতে রাস্তায় নেমে বলছেন আন্দোলনকারীরা
RG Kar News: শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
শহর থেকে শহরতলি, মহালয়ার ভোরে ঢাকের বোলে, শঙ্খে-স্লোগানে বিচার চেয়ে প্রতিবাদ সারা বাংলায়
RG Kar News: 'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
'বুঝতেই পারিনি RG কর হাসপাতাল রাক্ষসের একটা জায়গা', ফের ডুকরে উঠলেন নির্যাতিতার বাবা
India vs Bangladesh Live: বাংলাদেশকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের, ব্যাটিং-বোলিংয়ে ঝোড়ো পারফরম্যান্স রোহিত ব্রিগেডের
বাংলাদেশকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের, ব্যাটিং-বোলিংয়ে ঝোড়ো পারফরম্যান্স রোহিত ব্রিগেডের
Kakdwip Accident: গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম কমপক্ষে ১০
গঙ্গাসাগরে তর্পণ করতে যাওয়ার পথে দুর্ঘটনা, জখম কমপক্ষে ১০
Pune Helicopter Crash: পুনের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৩
পুনের কাছে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৩
Embed widget