এক্সপ্লোর
Advertisement
‘পার্চড’ সিনেমার পরিচালককে খুনের হুমকি, থানায় অভিযোগ দায়ের
মুম্বই: ‘পার্চড’ সিনেমার পরিচালক লীনা যাদবকে হুমকি দেওয়ার অভিযোগ। পরিচালক নিজেই এই অভিযোগ করেছেন। সিনেমায় একটি বিশেষ চরিত্রের জন্য তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেছেন লীনা।
অজয় দেবগন প্রযোজিত সোশ্যাল ড্রামার পরিচালকের দাবি, সিনেমা সম্পর্কে আপত্তি জানিয়েছে গুজরাতের রাবারি সম্প্রদায়। সিনেমায় অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়ের পোশাক নিয়ে তাঁরা ক্ষুব্ধ। কারণ,রাবারি সম্প্রদায়ের মহিলারা এই ধরনের পোশাকই পরে থাকেন।
লীনার দাবি, এর জেরে তাঁর স্বামীকে ফোন করে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। একের পর এক অবাঞ্ছিত ফোন আসছে। হুমকি দেওয়া হচ্ছে, ‘আমরা কী করতে পারি তোমরা তা জান না’।
এর পরিপ্রেক্ষিতে ওশিয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন পরিচালক।
লীনা বলেছেন, পুরো পরিস্থিতি খুবই আতঙ্কের। আমার সিনেমার কোনও চরিত্রের নাম উল্লেখ করতেও আমি ভয় পাচ্ছি।
গুজরাতের ফিল্ম ইউনিটের সদস্যদের সম্পর্কেও উদ্বিগ্ন লীনা। সিনেমার শিল্পীদের ডায়ালেক্টের ব্যাপারে এই ইউনিটের লোকজন সাহায্য করেছিলেন। তাঁরা এখন একই ধরনের হুমকি-ফোন পাচ্ছেন বলে লীনার অভিযোগ।
পরিচালক বলেছেন, সিনেমার সেটটি পুরোপুরি কল্পনাশ্রয়ী। এরসঙ্গে কোনও বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের সংশ্রবই নেই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement