Good Luck Jerry Trailer: প্রকাশ্যে 'গুড লাক জেরি'র ট্রেলার, নজর কাড়লেন জাহ্নবী
Good Luck Jerry Trailer Out: এদিন ছবির ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'অবশেষে! জেরির সঙ্গে আলাপ করুন। আর মনে রাখবেন - আমাকে যেরকম দেখতে, সেরকম আমি নই।'
মুম্বই: ফের একার কাঁধে গোটা ছবির দায়িত্ব। তিনি জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। প্রকাশ্যে এল 'গুড লাক জেরি' ছবির ট্রেলার (Good Luck Jerry)। গোটা ট্রেলার জুড়ে রাজত্ব করে গেলেন একা জাহ্নবীই। কোথাও তিনি গোবেচারা জেরি, কোথাও তিনি অসহায় মেয়ে, আর কোথাও দুঃসাহসী ড্রাগ ডিলার।
প্রকাশ্যে 'গুড লাক জেরি'র ট্রেলার
অসুস্থ মা। নিম্নবিত্ত পরিবারের বড় সন্তান জাহ্নবী কপূর ওরফে জেরি। মায়ের চিকিৎসার খরচ জোগাতে নেমে পড়েন দুঃসাহসিক কাজে। ধীরে ধীরে সেই পেশাই বদলে যায় নেশায়। তারপর? কীভাবে জেরির চরিত্রের উত্তরণ ঘটবে তা দেখা এখন সময়ের অপেক্ষা কেবল।
এদিন ছবির ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'অবশেষে! জেরির সঙ্গে আলাপ করুন। আর মনে রাখবেন - আমাকে যেরকম দেখতে, সেরকম আমি নই।'
View this post on Instagram
আগামী ২৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম 'ডিজনি প্লাস হটস্টার'-এ মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত জাহ্নবী কপূর অভিনীত এই ছবি। ছবিটি শ্যুট করা হয়েছে পঞ্জাবে। জাহ্নবীর সঙ্গে দীপক ডোবরিয়াল, মীতা বশিষ্ঠ, সুশান্ত সিংহের মতো অভিনেতাদের একাধিক মুখ্য চরিত্রে দেখা যাবে।
সুভাস্করণ, আনন্দ এল রাই নিবেদিত, এই ছবি 'কালার ইয়েলো প্রোডাকশন' ও 'লাইকা প্রোডাকশন'-এর প্রযোজনা ও 'সানডায়াল এন্টারটেনমেন্ট'-এর সহ প্রযোজনায় আসছে।