Harnaaz Sandhu: Ramp-এ ঘটে যাচ্ছিল অঘটন! শরীর নিয়ে কটাক্ষের শিকার হরনাজ সান্ধু
Harnaaz Sandhu Updates: ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাঁকে ট্রোল করতে ছাড়েননি। হরনাজ সান্ধুর মোটা হয়ে যাওয়াকে কেন্দ্র করে তাঁরা কটাক্ষ করতে থাকেন।
নয়াদিল্লি: সদ্য হওয়া মিস ইউনিভার্সের মাথায় জয়ীর মুকুট পরিয়ে দেওয়ার জন্য এগোচ্ছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স (Miss Universe) হরনাজ সান্ধু (Harnaaz Sandhu)। পরনে ছিল কালো রঙের গাউন। তাঁকে দেখতেও লাগছিল অসাধারণ। কিন্তু তারইমধ্যে ঘটে যাচ্ছিল অঘটন। জুতোর হিল পিছলে প্রায় পড়েই যাচ্ছিলেন। কোনওমতে সামলে নেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা তাঁকে ট্রোল করতে ছাড়েননি। হরনাজ সান্ধুর মোটা হয়ে যাওয়াকে কেন্দ্র করে তাঁরা কটাক্ষ করতে থাকেন।
পড়তে পড়তে জোর বাঁচলেন হরনাজ সান্ধু-
সম্প্রতি মিস ইউনিভার্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সদ্য হওয়া মিস ইউনিভার্সকে বিজয়ীর মুকুট পরিয়ে দিতে মঞ্চে ডেকে নেওয়া হচ্ছে প্রাক্তন বিশ্ব সুন্দরী হরনাজ সান্ধুকে। কালো পোশাকে মোহময়ী লুকে তিনি মঞ্চে আসেন। বিজয়ী প্রতিযোগীর হাত ধরেন। কিন্তু তার পরই ঘটে যাচ্ছিল অঘটন। নিজে হাঁটতে গিয়েই তাঁর পা পিছলে যায়। কোনওরকমে সামলে নেন হরনাজ। পড়তে পড়তে জোর বাঁচেন। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছে ট্রোলের বন্যা। তাঁর ওজন অনেকটা বেড়ে গিয়েছে বলে কটাক্ষ করতে থাকেন নেটিজেনদের একাংশ। কোনও নেটিজেন কমেন্ট করেছেন, যে তিনি কি অন্তঃস্ত্বা? কেউ আবার হরনাজকে নিজের চেহারার দিকে নজর দেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন। ট্রোলিংয়ের প্রসঙ্গে কথা বলতে গিয়ে হরনাজ বলেন, 'শারীরিকভাবেও আমি অনেকটা গাউনের মতোই। আমার ওজন বেড়েছে কয়েক পাউন্ড। তবে, আমি আমার চেহারা এবং ওজন নিয়ে স্বচ্ছ্বন্দ রয়েছ। ওজন বৃদ্ধির জন্য আমাকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। এটা খানিকটা অস্বস্ত্বিকর। বেশ কিছু মানুষের মন্তব্য দেখে অবাকও হচ্ছি।'
Hold back tears as @HarnaazKaur takes the stage one last time as Miss Universe! #MISSUNIVERSE pic.twitter.com/L0PrH0rzYw
— Miss Universe (@MissUniverse) January 15, 2023">
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: দ্বিতীয়বার মা হতে চলেছেন এই বলি অভিনেত্রী
প্রসঙ্গত, শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন হরনাজ সান্ধু। তবে, এখনও পর্যন্ত ছবির নাম ঘোষণা হয়নি। Ramp-এ হাঁটাকালীন পা পিছলে যাওয়ার ঘটনা প্রসঙ্গে তাঁর মত, তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তাঁর চোখ জলে ভরে গিয়েছিল। আর সেই কারণেই তৈরি হয় এমন পরিস্থিতির।
">