এক্সপ্লোর
Advertisement
সংবাদমাধ্যমে জাহ্নবীর ওপর কী লেখা হচ্ছে, তার ওপর কোনও নিয়ন্ত্রণ নেই তাঁর, বললেন মা শ্রীদেবী
মুম্বই: জাহ্নবী কপূর এখনও বলিউডে আসেননি। কিন্তু মা শ্রীদেবী বড় মেয়েকে ফিল্মি কেরিয়ারের ভাল মন্দ সব দিক সম্পর্কে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন।
শ্রীদেবী জানিয়েছেন, জাহ্নবী প্রথমে তাঁর সম্পর্কে মিডিয়ায় কী বার হচ্ছে, তা নিয়ে যথেষ্ট মাথা ঘামাচ্ছিলেন। দিনকয়েক আগে রিপোর্ট বার হয়, এক পার্টিতে রণবীর কপূরের পিছন পিছন ঘুরছিলেন তিনি, তাতে তিনি আপসেট হয়ে পড়েন। তখন মা শ্রীদেবী তাঁকে বলেন, ফিল্মি দুনিয়ার ধরনটাই এ রকম।
শ্রীদেবীর দাবি, তাঁর মেয়ে মোটেও রণবীরের পিছনে ঘোরেননি, পরিচালক গৌরী শিন্ডের সঙ্গে ছিলেন সারাক্ষণ। কিন্তু জাহ্নবীর কেরিয়ার শুরুর আগেই যেভাবে পাপারাজ্জি তাঁর চব্বিশ ঘণ্টার খবর নিচ্ছে, তা তাঁর ভাল লাগছে না।
মিস্টার ইন্ডিয়ার নায়িকা জানিয়েছেন, মেয়ে যখন বলিউডে আসার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তিনি তখন আর ঠিক করে দিতে পারেন না, তাঁর সম্পর্কে মিডিয়ায় কী লেখা হবে আর কী নয়। বন্ধুদের সঙ্গে ঘুরতে বার হলেও তা খবর হবে, কারণ জাহ্নবী পাবলিক ফিগার।
তবে মেয়েকে তিনি খুব ভাল করে চেনেন, তিনি মাকে সব কথা বলেন। তাই বাইরে কে কী বলল, তা নিয়ে মাথা ঘামান না বলে শ্রীদেবী জানিয়েছেন।
আবার সংবাদমাধ্যমেরও কিছু করার নেই, তারা তাদের কাজ করছে।
মেয়ে কোন ছবিতে কাজ করতে চলেছেন, সে ব্যাপারে এখনই আলোচনায় ইচ্ছুক নন শ্রীদেবী। সবে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
এর মধ্যে ৭ জুলাই শ্রীদেবীর ছবি মম মুক্তি পাচ্ছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement