এক্সপ্লোর
Advertisement
কফি উইথ কর্ণ সানিয়াকে কেন ডাকা হয়নি, বলিউডের দুই রণবীরের সঙ্গে দেখা করতে গেলে সঙ্গে কী রাখবেন, বিস্ফোরক ফারহা
মুম্বই: গসিপ এবং বহু গোপন সত্য সামনে আসে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় শো কফি উইথ কর্ণ-এ। এবারের পর্বে কর্ণের অতিথি পরিচালক-প্রযোজক এবং কোরিওগ্রাফার ফারহা খান। আর ফারহার সঙ্গে থাকছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। শোতে এসেই বিস্ফোরক ফারহা। তিনি জানিয়েছেন, কেন এতদিন কর্ণ তাঁর শোতে সানিয়াকে ডাকেননি। ফারহার দাবি, কর্ণ তাঁর বন্ধু অনেক ভাবনা-চিন্তা করে বাছেন ও আনেন। এর পিছনে অনেক অঙ্ক থাকে। ফারহা মজার ছলে বলেছেন যেহেতু সানিয়া এখন টেনিসের বিশ্ব র্যাঙ্কিয়ে ভাল স্থানে রয়েছে, তাই কর্ণের অতিথি তালিকায় তিনি ঢুকে পড়েছেন।
তবে ফারহার বিস্ফোরণ এখানেই থামেনি। কর্ণ ফারহার কাছে জানতে চেয়েছিলেন যদি রণবীর সিংহের সঙ্গে তাঁর কোনও বন্ধু দেখা করতে যায়, তাহলে তিনি কী পরামর্শ দেবেন তাঁদের? ফারহার সপ্রতিভ জবাব, সঙ্গে এক বাক্স কন্ডোম রাখতে বলব। তারপরই শোয়ের হোস্টের প্রশ্ন আর যদি রণবীর কপূরের কাছে যান, তাতে ফারহার জবাব, বাক্সে যদি একটা কন্ডোমও বেঁচে থাকে, তাহলে অবশ্যই সেটা সঙ্গে রাখতে হবে।
তবে ফারহা বিস্ফোরক হলেও, টেনিস সুন্দরীও কম যাননি। আশাই করা যায় কফি উইথ কর্ণ-এর এই এপিসোডটি যথেষ্ট মজাদার হতে চলেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
Advertisement