ক্যানসার জয়ী মনীষা কৈরালার জীবনের রসদ যোগব্যায়াম
২০১২ সালে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন মনীষা কৈরালা। চিকিৎসায় সেরে ওঠার পর ২০১৮ সালে একটি বই-ও লেখেন তিনি।
![ক্যানসার জয়ী মনীষা কৈরালার জীবনের রসদ যোগব্যায়াম Fitness motivation from actress Manisha Koirala in Pics ক্যানসার জয়ী মনীষা কৈরালার জীবনের রসদ যোগব্যায়াম](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/31205153/Manisha-Koirala.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: পঞ্চাশের দোরগোড়ায় এসেও সতেজ ক্যানসার জয়ী বলি অভিনেত্রী মনীষা কৈরালা। তাঁর জীবনের রসদ যোগব্যায়াম। প্রতিনিয়ত যোগাভ্যাসই তাঁর জীবনে পরিবর্তন এনেছে, জানিয়েছেন মনীষা নিজেই, বৃহস্পতিবার সকালে তাঁর যোগব্যায়ামের কয়েকটি ছবি পোস্ট করে নায়িকা লেখেন, “যোগাভ্যাস শুধু দৃষ্টিভঙ্গীতেই নয়, একই সঙ্গে মানুষ হিসেবেও পরিবর্তন ঘটায়।”
২০১২ সালে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন মনীষা কৈরালা। চিকিৎসায় সেরে ওঠার পর ২০১৮ সালে একটি বই-ও লেখেন তিনি। ‘হিলড – হাও ক্যানসার গেভ মি এ নিউ লাইফ’, মনীষার এই বই বিশ্বব্যাপী সমাদৃতও হয়। কীভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন এবং জীবন জিতেছেন, সেই সংগ্রাম কাহিনীই তাঁর বইতে বর্ণিত হয়েছে।
প্রসঙ্গত, ‘দিল সে’, ‘১৯৪২: এ লাভ স্টোরি’, ‘খামোশি’, ‘বম্বে’, ‘লজ্জা’-র মতো ছবিতে মনীষার অভিনয়ে মোহিত হয়েছেন সিনেপ্রেমীরা। সম্প্রতি নেটফ্লিক্সের ‘মসকা’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)