'অনার কিলিং'-কে 'গৌরবান্বিত' করেছেন! রামগোপাল ভার্মার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ তেলঙ্গানা আদালতের
অভিযোগ, 'অনার কিলিং'-কে পরিচালক বাবার স্নেহ ও ভালবাসা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন
হায়দরাবাদ: ফের নতুন বিতর্কে রামগোপাল ভার্মা। বলিউডের এই বিশিষ্ট পরিচালকের বিরুদ্ধে উঠল 'অনার কিলিং'-কে প্রশ্রয় দেওয়ার অভিযোগ। এই মর্মে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পুলিশকে নির্দেশ দিল তেলঙ্গানার একটি আদালত।
গত ২১ জুন 'ফাদার্স ডে' বা পিতৃদিবসের দিন নিজের পরবর্তী ছবির ঘোষণা করেন রামগোপাল। 'মার্ডার' শীর্ষক ওই ছবিটি ২০১৮ সালে তেলঙ্গনার মিরালগুড়ায় ঘটে যাওয়া জাতি হত্য়ার একটি সত্যঘটনা অবলম্বনে নির্মিত। এখন ছবি মুক্তির আগে, আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন রামগোপাল।
প্রসঙ্গত, ২ বছর আগে, স্ত্রী অম্রূতার বাবা মারুতি রাও ও মামা শ্রবণ কুমারের চক্রান্তে খুন হন তরুণ প্রণয় কুমার। এখন প্রণয়ের বাবা বালস্বামী ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি তুলে নালগোন্ডা আদালতের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, এই ছবির ফলে, তাঁর ছেলের হত্যা-তদন্ত প্রভাবিত হতে পারে।
This is going to be a heart wrenching story based on the Amrutha and Maruthi Rao saga of the DANGERS of a father LOVING a daughter too much ..Launching the poster of a SAD FATHER’S film on HAPPY FATHER’S DAY #MURDERlove pic.twitter.com/t5Lwdz3zGZ
— Ram Gopal Varma (@RGVzoomin) June 21, 2020
বালস্বামীর আবেদনের ভিত্তিতে নালগোন্ডার বিশেষ তফশিলি জাতি/উপজাতি আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে, পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করতে।
'মার্ডার' ছবির পোস্টার ট্যুইটারে শেয়ার করে রামগোপাল ভার্মা লিখেছিলেন, অম্রূতার ও মারুতি রাও-এর ঘটনার ওপর ভিত্তি করে এটা একটা হৃদয়স্পর্শী গল্প হতে চলেছে। এখানে দেখানো হয়েছে মেয়েকে অতিরিক্ত ভালবাসার কী বিপদ হতে পারে।
এমনকী, এই হত্যাকে মেয়ের প্রতি বাবার ভালবাসার পরিণতি হিসেবেও উল্লেখ করেন রামগোপাল। বিষয়টি এক শ্রেণির মানুষের পছন্দ হয়নি। অনেকেই মনে করেন, 'অনার কিলিং'-কে পরিচালক বাবার স্নেহ ও ভালবাসা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন।
২০১৮ সালে, অম্রূতাকে বিয়ে করার জন্য ২০১৮ সালে প্রণয়কে নির্মমভাবে হত্যা করা হয়। অম্রূতা ছিলেন উচুঁ জাতির। পুলিশ জানিয়েছে, ভাড়াটে খুনীদের কাজে লাগিয়ে গোটা হত্যার চক্রান্ত করেন মারুতি রাও।